Howrah: ফেসবুকই খোলাবাজার! নিঃসন্তান দম্পতি বাচ্চা কিনে বিরাট বিপদে, হাওড়ায় ধুন্ধুমার...

Howrah: গত ১০ নভেম্বর শালিমার স্টেশন থেকে মানিক এবং তাঁর স্ত্রী সদ্যোজাত শিশু সমেত সিআইডির পাতা ফাঁদে গ্রেফতার হয়। উদ্ধার ছয় মাসের কন্যা শিশু।   

Jan 07, 2025, 18:50 PM IST
1/5

দেবব্রত ঘোষ: বেআইনিভাবে শিশুকন্যা কেনায় গ্রেফতার নিঃসন্তান দম্পতি। উদ্ধার ছয় মাসের কন্যা শিশু। 

2/5

সোমবার রাতে সিআইডির একটি তদন্তকারী দল তাদের দমদমের যশোর রোডের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে। 

3/5

ধৃতদের নাম বিজয় সানথালিয়া (৩৮) এবং নেহা সানথালিয়া (৩৭)। এই দম্পতি শিশু পাচারকারী মানিক হালদারের কাছ থেকে মোটা টাকা দিয়ে কিনেছিলেন।

4/5

গত ১০ নভেম্বর শালিমার স্টেশন থেকে মানিক এবং তাঁর স্ত্রী সদ্যোজাত শিশু সমেত সিআইডির পাতা ফাঁদে গ্রেফতার হয়। সিআইডি উদ্ধার করে শিশুটিকে। 

5/5

পুলিস সূত্রে খবর, মানিকের খোলা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এদের পরিচয় হয়। এই নিঃসন্তান দম্পতি অনেকদিন ধরেই বাচ্চার খোঁজ করছিলেন। ধৃত দম্পতিকে আজ হাওড়া আদালতে তোলা হয়।