জুন মাস জুড়ে ক্রিকেট 'ফিয়েস্তা'! দেখে নিন কবে কবে, কোন কোন দলের খেলা, রইল সূচি

| Jun 04, 2021, 18:53 PM IST

 

1/11

যাঁরা টিভিতে ক্রিকেট হলে আর কোনও দিকে তাকান না, তাঁদের জন্য জুন মাস হতে চলেছে ক্রিকেটের 'ফিয়েস্তা'। গোটা মাস জুড়েই বাইশ গজে উৎসবের মরসুম। মাঠে নামছে ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। শুরু হবে টি-২০ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটেরও আসর। এই প্রতিবেদনে রইল কবে কবে, কোন কোন দলের খেলা!  

2/11

২ জুন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ( প্রথম টেস্ট ৬ জুন পর্যন্ত), নেদারল্যান্ডস বনাম আয়ারল্যান্ড (প্রথম ওয়ানডে)  

3/11

৪ জুন, নেদারল্যান্ডস বনাম আয়ারল্যান্ড (দ্বিতীয় ওয়ানডে) ৭ জুন, নেদারল্যান্ডস বনাম আয়ারল্যান্ড (তৃতীয় ওয়ানডে)

4/11

১০-১৪ জুন ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (দ্বিতীয় টেস্ট), ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (প্রথম টেস্ট)

5/11

১৬-১৯ জুন ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা (একটি মাত্র টেস্ট)

6/11

১৮-২২ জুন ভারত বনাম নিউজিল্যান্ড (আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল), ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় টেস্ট)  

7/11

২৩ জুন,  ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, (প্রথম টি-২০) ২৪ জুন, ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা,  (দ্বিতীয় টি-২০)

8/11

২৬ জুন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, (তৃতীয় টি-২০), ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা (প্রথম টি-২০)

9/11

২৭ জুন ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, (দ্বিতীয় টি-২০), ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা (প্রথম ওয়ানডে)

10/11

২৯ জুন ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা, (তৃতীয় টি-২০), ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (প্রথম ওয়ানডে)

11/11

৩০ জুন ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা (দ্বিতীয় ওয়ানডে), টি-২০ ব্লাস্ট ও পাকিস্তান সুপার লিগ (PSL) শুরু হওয়ার কথা এই তারিখ থেকেই