DA Hike: আরও ৩ শতাংশ ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, জেনে নিন বেতন বাড়বে কত

Aug 06, 2023, 19:56 PM IST
1/5

পুজোর আগেই এবার হাসি ফুটতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে। সংবাদসংস্থার খবর অনুয়ায়ী ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারে মোদী সরকার।  

2/5

সংবাদসংস্থা সূত্রে খবর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের ডিএ বাড়তে পারে আরও ৩ শতাংশ।

3/5

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ ডিএ পান। ডিএ বাড়লে তা গিয়ে দাঁড়াবে ৪৫ শতাংশে।

4/5

এবছর ২৪ মার্চ ডিএ বাড়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। সেই ডিএ কার্যকর করার কথা ১ জানুয়ারি থেকে।

5/5

এখন ৩ শতাংশ ডিএ বেড়ে ডিএ ৪৫ শতাংশ হলে বেতন বাড়বে কত? ধরে নেওয়া যাক কারও মূল বেতন ২৫,০০০। তাহলে তাঁর ডিএ বাড়বে ৭৫০ টাকা।