৩০ হাজার পাক নাগরিককে প্যান, আধার দেবে কেন্দ্র!

Jul 17, 2018, 19:10 PM IST
1/10

PAK_1

PAK_1

প্রায় ৩০ হাজার পাকিস্তানিকে ‘দীর্ঘ মেয়াদি ভিসা’ (এলটিভিএস) দেওয়ার অনুমতি দিল ভারত সরকার।

2/10

PAK_2

PAK_2

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০১১ সালের পর এবারই এত সংখ্যক পাক নাগরিককে ‘ভিসা’ দিচ্ছে কেন্দ্র।

3/10

PAK_3

PAK_3

জানা গিয়েছে, এই পাক নাগরিকদের মধ্যে সিংহভাগই হিন্দু। এছাড়াও শিখ, জৈন, খ্রীস্টান, বৌদ্ধ ধর্মের মানুষও রয়েছেন এই তালিকায়।

4/10

PAK_4

PAK_4

মোদী সরকারের আমলে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের ‘নিরাপদ স্থানে’ নিয়ে আসার তত্পরতা দেখা গিয়েছে।

5/10

PAK_5

PAK_5

ইতিমধ্যে (২০১৮ সাল পর্যন্ত) ৬০৯২ জনকে ভিসা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

6/10

PAK_6

PAK_6

এই পাক নাগরিকরা প্যান, আধার এমনকী ড্রাইভিং লাইসেন্সের জন্য অনুমতি পাবেন।

7/10

PAK_7

PAK_7

এ দেশে অবাধে ব্যবসা, চাকরি করতে পারবেন তাঁরা।

8/10

PAK_8

PAK_8

তবে, মোদী সরকার ক্ষমতায় আসার আগে এমন উদ্যোগ নিয়েছে ইউপিএ সরকারও। এমনটাই দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৪,৭২৬ পাক নাগরিককে ভিসা দিয়েছে ভারত সরকার।

9/10

PAK_9

PAK_9

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ২০১৫-তে ২১৪২, ২০১৬-তে ২২৯৮, ২০১৭-তে ৪৭১২ জন পাক নাগরিককে ভিসা দিতে চলেছে কেন্দ্র।

10/10

PAK_10

PAK_10

আরও ১৫০০ পাক নাগরিক ভিসা পেতে আবেদন জানিয়েছে বলে সূত্রে খবর।