৮০ টাকা দিয়ে শুরু, প্রথম জীবনের রোজগার সামনে নিয়ে এলেন একাধিক তারকা

Nov 19, 2020, 17:12 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: আজ যাঁরা তারকা তাদের মধ্যে একাংশের প্রথম রোজগার আর পাঁচটা সাধারন মানুষের মতোই ছিল। কারর ৪৫০ তো কারর ৮০ এই ছিল প্রথম বেতন। আজ কোটি টাকার মালিক হলেও তারা ভুলে যায়নি সেই প্রথম দিনের রোজগার। সেই তারকাদের একাংশ হঠাৎই টুইটারে তাদের প্রথম বেতনের কথা প্রকাশ্যে নিয়ে এসেছেন। 

2/8

শরদ কেলকার জিম ইনসট্রাকটর ছিলেন ১৮ বছর বয়সে। তখন তাঁর বেতন ছিল মাত্র ২৫০০ টাকা। 

3/8

পুলকিত সম্রাট ১৬ বছর বয়সে গ্যাস স্টেশনে পেট্রো কার্ড বিক্রি করতেন। মাসে বেতন ছিল ১৫০০ টাকা।

4/8

শ্রীভাস্তা  জানিয়েছেন উইপ্রোতে চাকরি করার সময় তাঁর প্রথম বেতন ছিল মাসে ১৪,০০০ টাকা। তখন তাঁর বয়স ছিল মাত্র ২১।     

5/8

পুনিত শর্মার ২০ বছর বয়সে বেতন ছিল ১০,০০০ টাকা। তিনি নাটকের লিরিক্স লিখতেন। 

6/8

অনুভব সিনহা ১৮ বছর থেকে কাজ করছেন। সপ্তম শ্রেণির ছাত্র পড়াতেন। সে সময় প্রথম বেতন ছিল ৮০ টাকা। অনুভব সিনহা জানিয়েছেন, ধূমপানের খরচ তোলার জন্যই টিউশন পড়াতেন তিনি।

7/8

কলেজের ফি জোগাড় করার জন্য কল সেন্টারে কাজ করতেন আলি ফজল। তখন তাঁর বয়স ছিল ১৯। প্রথম বেতন ছিল ৮০০০ টাকা। 

8/8

জাতীয় পুরষ্কার জয়ী হানসাল মেহেতা কলেজ জীবনে প্রথম সেলস ম্যানের কাজ করতেন। তখন বেতন ছিল তাঁর ৪৫০ টাকা। ১৬ বছর বয়স থেকেই কাজ শুরু করেছিলেন হানসাল।