নিজস্ব প্রতিবেদন: সকলের মনে এখন প্রশ্ন ঘুরছে, ভ্যাকসিন নেওয়ার দিন বা কত পরে মদ্যপান করা যাবে। প্রথমেই বলে নেওয়া ভালো মদ্যপানের সঙ্গে ভ্যাকসিনের কোনও যোগসূত্র নেই। যে মদ খেলে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, এখনও এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি ।
2/5
ভ্যাকসিন নিলে মদ্যপান একেবারেই বন্ধ এমনটা ভাবা সম্পূর্ণ সঠিক নয়। তবে এই বিষয়ে একটা পাল্টা যুক্তি আছে।
photos
TRENDING NOW
3/5
মদ্যপান আপনার শরীরে প্রতিরোধ শক্তি কমিয়ে দেয়। ভ্যাকসিন নেওয়ার দিনই যদি মদ্যপান করেন তাহলে শরীর অনেকটা দুর্বল হয়ে যেতে পারে। এতে ভ্যাকসিনের কাজ করতে দেরি হবে। পাশাপাশি আপনার শরীর খারাপের প্রবণতা বেড়ে যাবে।
4/5
তবে যারা নিয়মিত রাতে মদ্যপান করেন। তারা অতিরিক্ত না খেয়ে, পরিমাণ ৬০ মিলিমিটারের মধ্যে রাখলেই ভালো।
5/5
ভ্যাকসিন নেওয়ার ৫ থেকে ৭ দিন পর থেকেই মদ্যপান করলে ঝুঁকি থাকবে না বলে দাবি করছে। প্রসঙ্গত, US Center for Disease Control & Prevention (CDC), Food and Drug Administration (FDA), তাদের কোভিড ভ্যাকসিন গাইডলাইনে মদ্যপান নিয়ে কোনও গাইডলাইন জারি করেনি।