Oppo আর নয়, টিম ইন্ডিয়ার জার্সিতে নতুন স্পনসর এবার Byju's!

| Jul 25, 2019, 10:32 AM IST
1/4

1

বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পরই শোনা যায়, টিম ইন্ডিয়ার জার্সির স্পনসরশিপ থেকে Oppo সরে যাচ্ছে।  

2/4

2

২০১৭ সালে ভারতীয় দলের স্পনসর হিসেবে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা Oppo.১০৭৯ কোটি টাকার চুক্তি হয়েছিল বিসিসিআই-এর সঙ্গে।

3/4

3

এবার বিরাট কোহলিদের জার্সিতে দেখা যাবে নতুন স্পনসর।

4/4

4

Oppo-র পরিবর্তে টিম ইন্ডিয়ার জার্সিতে নতুন স্পনসর হিসেবে দেখা যাবে Byju's। Byju's- বেঙ্গালুরুর একটি এডুকেশনাল টেকনোলজি এবং অনলাইন টিউটোরিং ফার্ম।