Buddhadeb Bhattacharjee: আড্ডায় ভাঁড়ের চায়ে চুমুক, ভালো ক্রিকেট খেলতেন বুদ্ধদেব, স্মৃতিচারণে ছোটবেলার বন্ধুরা...
Buddhadeb Bhattacharya: মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং পরে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের বেশ কিছুটা সময় কেটেছে উত্তর কলকাতায়। যদিও বা সেই চায়ের দোকান এখন আর নেই। রয়ে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের বসার সেই জায়গা।
1/6
চায়ের আড্ডায়...
2/6
চায়ের আড্ডায়...
photos
TRENDING NOW
3/6
চায়ের আড্ডায়...
কেমন ছিল সেই দিনগুলো? বন্ধু বাসব মুখার্জি স্মৃতিচারণ করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর পরিবারের কাটানো সময়ের কথা। তাঁর কথায়, 'খাদ্য আন্দোলনের সময় যখন লাঠিচার্জ হয় সেই সময় আহত হয়েছিলেন অনেকেই। সেখানে ছিলেন আমার মা। ১৯৭৭ সালে ৯ নম্বর বাসে করে যাতায়াত ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর। আমার মা এই বাড়ির সামনে উনুন ধরাতেন এবং সেই উনুনের ধোঁয়া দেখতে পেলেই নেমে আসতেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেও মন থেকে কোনদিনই তাঁকে মুছে ফেলা যাবে না।'
4/6
চায়ের আড্ডায়...
আরেক প্রতিবেশী বুদ্ধদেব বক্সি জানালেন, ছোটবেলায় তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন আড্ডা দিতে। তাঁর কথায়,'আমার মামার সঙ্গে সময় কাটিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভয়ে সামনে আসতে পারতাম না। কিন্তু দূর থেকে দেখতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা রাখাল ভট্টাচার্য্য আমাকে আলাপ করিয়েছিলেন তাঁর সঙ্গে। আলাপের পর জিজ্ঞেস করেছিলেন, কী নিয়ে পড়াশোনা করছি বা ভবিষ্যতে কি পরিকল্পনা? প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরামর্শের কথা মনে করে তিনি বলেন, ' বুদ্ধদেববাবু সবসময় সৎ পথে থেকে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়ে আসতেন।'
5/6
চায়ের আড্ডায়...
6/6
চায়ের আড্ডায়...
photos