Delhi Loksabha Election 2024: দিল্লিতে ভোটের লাইনে সিদ্ধার্থ-শ্বেতা-চিত্রাঙ্গদা...

Bollywood Celeb cast vote: শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ষষ্ঠদফার লোকসভা নির্বাচন। এর আগের দফাতেই মুম্বইয়ের সেলেবকুলকে দেখা গেছে ভোটের লাইনে। তবে বেশ কিছু বলি সেলেবরা দিল্লির ভোটার। আজ তাঁদের দেখা মিলল দিল্লির ভোটের লাইনে। 

| May 25, 2024, 19:53 PM IST
1/5

সিদ্ধার্থ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ষষ্ঠদফার লোকসভা নির্বাচন। এদিন ভোট দিতে মুম্বই থেকে দিল্লি যান সিদ্ধার্থ মালহোত্রা। 

2/5

ইশা

এদিন মায়ের সঙ্গে ভোট দিতে যান ইশা গুপ্তা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। 

3/5

চিত্রাঙ্গদা

দিল্লিতেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন চিত্রাঙ্গদা সিং। 

4/5

শ্বেতা

এদিন দিল্লিতে ভোট দেন শ্বেতা ত্রিপাঠী। সবাইকে ভোট দেওয়ার আবেদনও করেন অভিনেত্রী।

5/5

হিমাংশ কোহলি

দিল্লিতেই ভোট দেন ইয়ারিয়াঁ খ্যাত অভিনেতা হিমাংশ কোহলি।