Bihar Election Results 2020: ম্যাজিক ফিগার NDA-র, বৃহত্তম দল BJP: নির্বাচন কমিশন

Nov 10, 2020, 12:27 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বুথফেরত সমীক্ষার ইঙ্গিতই দিচ্ছিল সকালের ভোট প্রবণতা। এনডিএ-র চেয়ে এগিয়ে গিয়েছিল মহাজোট। বেলা বাড়তেই উলটপুরাণ। ভোট প্রবণতায় এগিয়ে গেল এনডিএ। 

2/5

নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, প্রাথমিক ভোট প্রবণতায় এগিয়ে গিয়েছে এনডিএ। তারা এগিয়ে ১২৭টি আসনে। ১০০টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে মহাজোট। 

3/5

২৪৩ আসনের বিহার বিধানসভায় জাদু সংখ্যা ১২২। ১২৭টি আসনে ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে এনডিএ। অর্থাৎ ম্যাজিক ফিগার পার করে ফেলেছে তারা। ভোটপ্রবণতার খুব বেশি হেরফের না হলে সরকার গড়তে চলেছে এনডিএ-ই। কারণ, কেন্দ্রে বিজেপির শরিক এলজেপি এগিয়ে ৫টি আসনে।       

4/5

১০০টি আসনে এগিয়ে মহাজোট। ম্যাজিক ফিগারের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে আরজেডি-কংগ্রেস-বাম জোট। আরজেডি ৬১টি আসনে এগিয়ে। ২০টি আসনে এগিয়ে কংগ্রেস।  

5/5

উল্লেখযোগ্যভাবে বিহারে 'বড় দাদা'র ভূমিকায় উঠে আসছে বিজেপি। এতদিন সেই জায়গায় ছিল জেডিইউ। কিন্তু ভোটপ্রবণতায় স্পষ্ট, জেডিইউ-র চেয়ে বেশি আসন পেতে চলেছে বিজেপি। প্রাথমিক ভোট প্রবণতায় বিজেপির আসন ৭৩, জেডিইউ ৪৭। বিহারে বিজেপিই এখন বৃহত্তম দল।