Bihar Election Results 2020: NDA পিছিয়ে থাকলেও বিহারে এগিয়ে BJP

Nov 10, 2020, 10:05 AM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: বিহারের প্রাথমিক ভোট প্রবণতায় এগিয়ে মহাজোট। পিছিয়ে এনডিএ। বিহার থেকে এখনও পর্যন্ত যে খবর আসছে, তাতে এনডিএ পিছিয়ে থাকলেও আসন সংখ্যায় বড় শরিক জেডিইউ-র চেয়ে এগিয়ে বিজেপি। 

2/4

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ভারতীয় জনতা পার্টি ২৮টি আসনে। ২৯ টি আসনে আরজেডি। বিজেপির শরিক দল জেডিইউ ২০টি আসনে এগিয়ে।   

3/4

গোবলয়ের একমাত্র রাজ্য বিহার, সেখানে এখনও পর্যন্ত বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হননি। জোটে জেডিইউ বড় ভাই। নীতীশ কুমারকে সামনে রেখে এবারও নেমেছিল এনডিএ। কিন্তু প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, জোটসঙ্গীর জন্য পিছিয়ে পড়ছে মহাজোট।  

4/4

পরিসংখ্যান যা ইঙ্গিত দিচ্ছে, তাতে স্পষ্ট, নীতীশ কুমারের দলকে পছন্দ করছেন না বিহারবাসী। তবে বিজেপিকে নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। গণনার শেষেই উপসংহারে আসা সম্ভব হবে।