যন্তরমন্তরে হাথরসকাণ্ডে বিক্ষোভ ভীম আর্মির, সামিল কেজরী-ইয়েচুরি-স্বরাও

Oct 03, 2020, 00:12 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: হাথরসকাণ্ডে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইস্তফা ও সুবিচার চেয়ে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ দেখাল চন্দ্রশেখর আজাদের ভীম আর্মি। প্রতিবাদে সামিল হন তাঁর কয়েকশো সমর্থক। অংশ নিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল, সীতারাম ইয়েচুরি, ডি রাজার মতো বিরোধী নেতানেত্রীরাও। দেখা গেল স্বরা ভাস্করকেও।

2/5

হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে এদিন যন্তরমন্তরে হাজির হন বিক্ষোভকারীরা। হাথরসে এদিন সংবাদমাধ্যম ও বিরোধী দলের নেতানেত্রীদের ঢুকতে দেওয়ার অনুমতি দিচ্ছে না প্রশাসন। ভীম আর্মির চন্দ্রশেখর আজাদ বলেন,''আমি হাথরাসে যাবই। সুবিচার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইস্তফা না দেওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি।''  

3/5

যন্তরমন্তরে বিক্ষোভে অংশ নেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই নেতা ডি রাজা। ইয়েচুরির কথায়,''এই ঘটনার পর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই উত্তরপ্রদেশ সরকারের। আমরা সুবিচার চাইছি।''     

4/5

বিক্ষোভে সামিল হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। বলেন,''এনিয়ে রাজনীতি করা অনুচিত। তবে কেন এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মুম্বই বা দিল্লিতেই ঘটে? দেশে ধর্ষণ বন্ধ হওয়া উচিত।''    

5/5

এদিন বিক্ষোভে দেখা গিয়েছে অভিনেত্রী স্বরা ভাস্করকেও। হাথরসের ঘটনায় প্রশাসনের তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিন যোগী আদিত্যনাথ জানান, উত্তরপ্রদেশে মা-বোনেদের সম্মানরক্ষায় বদ্ধপরিকর তাঁর সরকার। এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতেও নজির হয়ে থাকবে।