মহারাষ্ট্রের তদোবা জাতীয় উদ্যানে দেখা মিলল কালো চিতার

Oct 02, 2020, 22:52 PM IST
1/4

মহারাষ্ট্রের তদোবা জাতীয় উদ্যানে দেখা মিলল কালো চিতার। হরিণ শিকার করতে বের হয়েছিল কালো চিতাবাঘটি। সেসময় তাঁর ছবি ক্যামেরাবন্দি করেন ২৪ বছরের অনুরাগ গাওয়ান্দে।   ছবি-টুইটার

2/4

ছবিতে রাস্তা পার হতে দেখা যাচ্ছে কালো চিতা বাঘটিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরল চিতাবাঘের ছবি। অনুরাগ গাওয়ান্দের কথায়, এই জঙ্গল সফরের অভিজ্ঞতা অনন্য। মা ও ভাইয়ের সঙ্গে জঙ্গল সাফারি করার সময় কালো চিতার ছবি ক্যামেরাবন্দি করেন অনুরাগ।   ছবি-টুইটার

3/4

আমি অপেক্ষা করছিলাম, ''কখন জঙ্গল থেকে হরিণের শিকার করে চিতাবাঘটি বেরিয়ে আসবে। জঙ্গলের ভিতরে হরিণের আওয়াজও পাই, তবে ততক্ষণে দাঁড়িয়ে থাকা দুটি জিপসিতে চেঁচামিচি শুনে চিতাটি পালিয়ে যায়।''   ছবি-টুইটার

4/4

অনুরাগের কথায়, ''বেশকিছুক্ষণ অপেক্ষা করার পর কালো চিতাটি ফের জঙ্গল থেকে বেরিয়ে আসে, তখনই ওর ছবি তুলি। চিতাটি সম্পূর্ণ কালো ছিল। গায়ে দাগ ছিল। এটা অদ্ভুত অভিজ্ঞতা। ''   ছবি-টুইটার