1/12
2/12
photos
TRENDING NOW
3/12
4/12
5/12
7/12
এর আগে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানান, ''নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর মতো একজন মানুষ, যাঁকে আমি প্রায় যুগপুরুষের জায়গায় বসাই। ওই সময় যাঁর হাত ধরে এতকিছু সব ঘটে গিয়েছে। সেটাই আমি আমার ছবিতে তুলে ধরতে চলেছি। আসলে কোথাও তো ওনাকে নিয়ে একটা বিস্মৃতির জায়গা তৈরি হয়েছে, সেইখান থেকেই আমার এই ছবিটি বানানোর কথা মাথায় এসেছিল। ওনার হাত ধরেই আমি বাঙালির হৃত গৌরব পুনরুদ্ধারের একটা চেষ্টা করতে চাই বলতে পারো।''
8/12
তবে পরিচালক জানিয়েছিলেন,'' গোলন্দাজ ছবিটি বায়োপিক এক্কেবারেই নয়। আবার আমি কোনও ডকুমেন্টরিও বানাচ্ছি না। সিনেমা বানাতে গেলে সিনেমার সব শর্ত মেনেই আমি ছবিটি বানাবো। গল্পের প্রয়োজনে ওনার যতটুকু নেওয়ার, ততটুকুই নেব। সুন্দর করে একটা গল্প বলতে গেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। একটা মানুষ যিনি সে সময় ছিলেন, তাঁর হাত ধরে কী কী হয়েছিল, কীভাবে তিনি কী করলেন সেই সময়টাকে ঘিরেই একটা গল্প বলার চেষ্টা করবো।''
9/12
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেবকে কতটা মানাবে বলে মনে হয়? এপ্রশ্নের উত্তরে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ''যদি নগেন্দ্রপ্রসাদে পুরনো ছবি দেখো, দেখবে দেবের সঙ্গে একটা অদ্ভুত চেহারার সাদৃশ্য রয়েছে। অদ্ভুত মিল! নগেন্দ্র প্রসাদকে নিয়ে যদি পড়ো, তাঁর শারীরিক গঠন নিয়ে যে বর্ণনা সেটা পড়লে দেখবে তুমি দেবকেই দেখতে পাচ্ছো। সেই জায়গা থেকেই আমি অন্তত ওনার চরিত্রে দেবকে ছাড়া আর কাউকেই ভাবতে পারছি না।''
12/12
photos