One Day Trip From Kolkata: আষাঢ়স্য প্রথম দিবসে চলুন শহরের কাছেই আশ্চর্য সুন্দর এই স্পটে...
One Day Trips From Kolkata: আসছে-আসছে করেই এসে গেল বর্ষা। প্রথম বৃষ্টিতে ভিজবে মাটি, প্রথম ভেজা মাটি থেকে উঠবে সোঁদা গন্ধ, প্রথম বৃষ্টির ছোঁয়ায় সবুজ হয়ে উঠবে গাছের পাতা। দিগন্তে তখন ঘন কালো মেঘের ছায়া। ভেজা হাওয়া বইছে। এমন আবহাওয়ায় আপনি যদি কলকাতা থেকে কয়েকঘণ্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন কোনও নিখাদ প্রকৃতির কাছে, কেমন হয়?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসছে-আসছে করেই এসে গেল বর্ষা। কাগজে-কলমে আষাঢ়স্য প্রথম দিবসও সামনেই। প্রথম বৃষ্টিতে ভিজবে মাটি, প্রথম ভেজা মাটি থেকে উঠবে সোঁদা গন্ধ, প্রথম বৃষ্টির ছোঁয়ায় সবুজ হয়ে উঠবে গাছের পাতা। ওদিকে দিগন্তে তখন ঘন কালো মেঘের ছায়া। ভেজা হাওয়া বইছে শনশন। এমন এক আবহাওয়ায় আপনি যদি কলকাতা থেকে কয়েকঘণ্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন কোনও নদীর ধারে, কোনও শ্যামল অরণ্যের তীরে, কোনও অমর স্থাপত্যের নিকটে বা কোনও নিখাদ গ্রাম্য প্রকৃতির কাছে, কেমন হয়?