Behala Accident: প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের, সৌরনীলের মৃত্যুতে রাতারাতি পালটাল ট্রাফিক নিরাপত্তা

Aug 05, 2023, 12:35 PM IST
1/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

অয়ন ঘোষাল : প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের। সৌরনীলের মৃত্যু রাতারাতি পালটে দিল বেহালা চৌরাস্তার ট্রাফিক নিরাপত্তা।

2/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

গড়িয়াহাটের ধাঁচে কাল রাতেই বসিয়ে দেওয়া হয়েছে ম্যানুয়াল বুম বার। বসানো হয়েছে জেব্রা ক্রসিং-এর ঠিক সমান্তরালভাবে। 

3/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

দড়ির বাঁধনের কন্ট্রোলে পুলিসকর্মীরা বার তুলছেন বা ড্রপ করছেন। স্কুলে প্রধান শিক্ষক সহ ৫ জনের গাড়ি ঢুকবে। 

4/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

অন্যথায় কোনও অবস্থাতেই বুম বার তোলা হবে না। স্কুলের সামনে দিয়ে ডায়মন্ডহারবার রোড পারাপার আজ থেকে নিষিদ্ধ হল।

5/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

ফুটপাত ধরে চৌরাস্তা ক্রসিং গিয়ে রাস্তা পেরোতে হবে। আর কোনও অবস্থায়, কোনওভাবে রাস্তা পারাপারের চেষ্টা করামাত্র জুটবে পুলিসের কড়া ধমক। 

6/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

চৌরাস্তার ফুটপাত গুলি কার্যত হকারদের দখলে। মানুষ রাস্তার ধার ঘেঁষেই চলাচল করেন। 

7/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

তাঁদের জন্য রাস্তার দুদিকের লেনের এক পাশে আড়াই মিটার অংশ ডেডিকেট করা হয়েছে। 

8/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

সেখানে ফাইবার ডিভাইডার বসিয়ে তা বেঁধে দেওয়া হয়েছে মোটা দড়ি দিয়ে। 

9/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

ভোর থেকেই অন ডিউটি ২ জন ট্রাফিক সার্জেন্ট। ৩ জন ট্রাফিক পুলিসকর্মী এবং ৮ জন হোমগার্ড।

10/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

সৌরনীলের স্মৃতিতে আজ বন্ধ রাখা হয়েছে বড়িশা হাইস্কুলের প্রাইমারি অর্থাৎ মর্নিং বিভাগ।

11/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

এদিন বড়িশা ট্রাফিক গার্ড অফিসের সামনে কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি পালন করে।

12/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের সামনেও রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস।

13/13

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

প্রাণের বিনিময়ে হুঁশ ফিরল পুলিসের

পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। দুর্ঘটনার সময় যে পুলিসকর্মীরা ও ট্রাফিক সার্জেন্টরা  রাস্তায় ছিলেন, তাঁদের বরখাস্ত করার দাবিও জানিয়েছে কংগ্রেস।