বড় ধাক্কা বোর্ডের! ৪৮০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে BCCI-কে
Jul 17, 2020, 22:11 PM IST
1/5
করোনার ধাক্কায় এখনও পর্যন্ত স্থগিত এ বছরের আইপিএল। এমনিতেই বড়সড় ক্ষতির মুখে বিসিসিআই। এবার আরও বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড।
2/5
২০১২ সালে আইপিএল-এর দল ডেকান চার্জার্স-এর স্বত্ব বাতিল করেছিল বিসিসিআই। মুম্বাইয়ে সুপ্রিম কোর্ট নিয়োজিত মধ্যস্থতাকারীর রায় ডেকান চার্জার্স ফ্র্যাঞ্চাইজির স্বত্ব বাতিল অবৈধ ছিল।
photos
TRENDING NOW
3/5
তাই আইপিএল-এর দল ডেকান চার্জার্স-কে ক্ষতিপূরণ হিসেবে ৪৮০০ কোটি টাকা বিসিসিআই-কে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
4/5
২০০৮ সালে ডেকান ক্রনিকল হোল্ডিংস লিমিটেডের মালিকানাধীন ছিল ডেকান চার্জার্স। ২০০৯ সালে আইপিএলে তারা চ্যাম্পিয়ন হয়।
কিন্তু ক্রিকেটারদের বেতন ঠিকমতো না দেওয়ার নানা অভিযোগে ২০১২ সালে ডেকানের স্বত্ব বাতিল করে বিসিসিআই।
5/5
সেই স্বত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ডিসিএইচএল তখন সুপ্রিমকোর্টের কাছে যায়। এতদিন পর মধ্যস্থতাকারীর রায়ে শেষপর্যন্ত জয় হল DCHL-এর। আগামী সেপ্টেম্বরের মধ্যে DCHL-কে ৪৮০০ কোটি টাকা বিসিসিআইকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।