Bappi Lahiri: বাপ্পি লাহিড়ির বেনজির কীর্তি, নাম রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

| Feb 16, 2022, 19:49 PM IST
1/7

ছোট থেকে শুরু...

Early Age

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার চোখের জলে বিদায় নিলেন বাপ্পি লাহিড়ি। মাত্র ৩ বছর বয়সে সংগীতে হাতে খড়ি হয়েছিল তাঁর। তবলা বাজানো শেখা শুরু করেছিলেন বাপ্পি।   

2/7

বলিউডে বাপ্পি

Bappi in Bollywood

বাপ্পির মামা ছিলেন কিশোর কুমার। তাঁর ডাকেই বলিউডে পাড়ি দিয়েছিলেন বাপ্পি।   

3/7

প্রথম হিট

First Hit

মাত্র ১৭ বছর বয়সে কেরিয়ার শুরু করেন এই সংগীত পরিচালক। তাঁর প্রথম সুপারহিট গান আও তুমহে চাঁদ পে লে যায়ে গেয়েছিলেন লতা মঙ্গেশকর।   

4/7

সঙ্গে মাইকেল জ্যাকসন

With Michael Jackson

তিনি একমাত্র ভারতীয় সংগীত পরিচালক যাঁকে নিজের কনসার্টে আমন্ত্রণ করেছিলেন মাইকেল জ্যাকসন।   

5/7

হলিউডে বাপ্পি

Bappi in Hollywood

বাপ্পি লাহিড়ির বিখ্যাত গান জিমি জিমি আজা আজা ব্যবহার করা হয়েছিল অ্যাডাম স্যানডলারের ছবি ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানে। মোয়ানা ছবিতে গান গেয়েছেন তিনি।   

6/7

অন্যের সুরে

Singer Bappi Lahiri

১৯৬৯ থেকে ২০০৬ অবধি নিজের ছাড়া আর কোনও সংগীত পরিচালকের সুরে গান গাননি তিনি। ২০০৬ সালে প্রথম বিশাল শেখরের সুরে ট্যাক্সি নম্বর ৯২১১-এ গান গেয়েছিলেন তিনি।   

7/7

বিশ্ব রেকর্ড

World Records

১৯৮৬ সালে একবছরে ৩৩ টি ছবিতে ১৮০টি গান সুর করেছিলেন বাপ্পি লাহিড়ি, তার এই বেনজির কীর্তির জন্য তাঁর নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।