EXPLAINED | Baba Vanga Prediction For 2025: বিশ্ব শাসন করবেন মুসলিমরা! ধ্বংসলীলায় তছনছ হবে সব, বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী
Baba Vanga Prediction For 2025: বাবা ভাঙ্গা আগামী বছরের যা সব ভয়ংকর ভবিষ্যদ্বাণী করেছেন, তা জেনেই কেঁপে যাচ্ছে গোটা বিশ্ব!
1/5
কে এই বাবা ভাঙ্গা?
চোখে দেখতে পেতেন না বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার এই দৈবশক্তির অধিকারী নারী একুশ শতকেরও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। এবং তা দিব্য মিলছে! ৯/১১-র হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয় থেকে ব্রেক্সিট-- কত কিছু সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। সেসব অক্ষরে-অক্ষরে সত্য প্রমাণিত। সেই বাবা ভাঙ্গাই আগামী বছরের ভয়ঙ্কর সব ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।
2/5
বাবা ভাঙ্গার ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী!
photos
TRENDING NOW
3/5
বাবা ভাঙ্গার ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী!
বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীতে জানিয়েছেন, বিশ্বব্যাপী সর্বনাশের দিকে এগিয়ে যাবে পৃথিবী। রিপোর্ট অনুসারে, তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছেন। রাশিয়া বিশ্বব্যাপী আধিপত্য অর্জন করবে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে বিস্তর উদ্বেগের জন্ম দিয়েছে। নানা জল্পনা-কল্পনা চলছে।
4/5
বাবা ভাঙ্গার ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী!
5/5
নসট্রাদামুস ও বাবা ভাঙ্গার একই সুর!
কিংবদন্তি ফরাসি ভবিষ্যদ্বক্তা নসট্রাদামুস এবং 'বুলগেরিয়ার নসট্রাদামুস' ওরফে বাবা ভাঙ্গা পৃথিবীবিখ্যাত মানুষ। দু'জনের কথাই মিলে যাচ্ছে হুবহু। ২০২৫ সাল নিয়ে নসট্রাদামুস বলেছেন ইউরোপে ভয়ংকর নিষ্ঠুর এক যুদ্ধ হবে, যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি ঘটবে। বলেছেন পুরনো আগ্নেয়গিরি জেগে উঠবে, ভয়ংকর বন্যা হবে! এর অর্থ দুজনেই ২০২৫ সাল নিয়ে একই সুরে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তা হলে?
photos