বাঁদরের বাঁদরামিতে আহত অজি ওপেনার, বিশ্বকাপের আশা শেষ

Jan 29, 2020, 13:54 PM IST
1/5

বাঁদরের আঁচ়ড়ে আহত

বাঁদরের আঁচ়ড়ে আহত

১৭ বছর বয়সে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার স্বপ্ন তাঁর আর পূরণ হল না। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বাঁদরের আঁচড়ে আহত। 

2/5

বাঁদরের আঁচ়ড়ে আহত

বাঁদরের আঁচ়ড়ে আহত

দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে দলের সঙ্গে ঘুরতে গিয়ে বাঁদরের আঁচড়ে আহত হন তিনি। এর পর চোট নিয়েই ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেন। কিন্তু তাঁর চোট গুরুতর। তাই দেশে ফেরার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। 

3/5

বাঁদরের আঁচ়ড়ে আহত

বাঁদরের আঁচ়ড়ে আহত

ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে অস্ট্রেলিয়ার এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ। তবুও পঞ্চম স্থান নির্ধারণের জন্য দুটি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। দুটি ম্যাচেই খেলতে পারবেন না ফ্রেজার।

4/5

বাঁদরের আঁচ়ড়ে আহত

বাঁদরের আঁচ়ড়ে আহত

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন ফ্রেজার। এবারের বিশ্বকাপে ভাল ফর্মে ছিলেন তিনি। 

5/5

বাঁদরের আঁচ়ড়ে আহত

বাঁদরের আঁচ়ড়ে আহত

বাঁদরের আঁচড়ে মুখে চোট পেয়েছেন ফ্রেজার। তিনি এদিন বলেন, ''এমন একটা কাণ্ড ঘটল যে কিছু করার নেই। এমন চোট পেয়ে বিশ্বকাপ ছেড়ে যাওয়াটা দুঃখজনক। তবে আমার অনুপস্থিতিতে দল ভাল পারফর্ম করবে বলে আশা করছি।''