কৌশিকী অমাবস্যার রাতে ঘটে এই বিরল ঘটনা! ভক্তের জীবন চিরতরে বদলে যেতে পারে এতে...
Kaushiki Amavasya 2023: আগামী ১৪ সেপ্টেম্বর, ২৭ ভাদ্র পড়ছে এই অমাবস্যা। অমাবস্যার তিথি শেষ হবে পরদিন ১৫ সেপ্টেম্বরে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতি মাহাত্ম্যপূর্ণ অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা। আগামী ১৪ সেপ্টেম্বর, ২৭ ভাদ্র পড়ছে এই তিথি। অমাবস্যা শেষ হবে ১৫ সেপ্টেম্বরে। তন্ত্রে কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলা হয়।
1/6
দশমহাবিদ্যা
2/6
শুম্ভ-নিশুম্ভ
photos
TRENDING NOW
3/6
তন্ত্রসাধনা
4/6
স্বর্গ-নরক
5/6
কৈলাসে হরপার্বতী
দৈত্যপীড়িত দেবতারা কৈলাসে শিবের কাছে এসে তাঁদের উপর অসুরদের অত্যাচারের বিহিত চান। শিব তখন দেবতাদের সামনেই পার্বতীকে ডেকে বলেন, 'কালিকা, তুমি ওঁদের উদ্ধার করো।' সব দেবতার সামনে তাঁকে 'কালী' বলে ডাকায় পার্বতী ক্ষুব্ধ ও অপমানিত বোধ করেন, রেগেও যান। তখন তিনি তাঁর গাত্রবর্ণ পরিবর্তনের লক্ষ্যে মানস সরোবরের ধারে কঠিন তপস্যায় বসেন।
6/6
কালী
photos