Sikkim Cloud Burst | Teesta Flash Flood: বিপর্যস্ত সিকিম; গ্যাংটক-পেকইয়ংয়ে মৃত ৭, এখনও নিখোঁজ জওয়ানদের খবর নেই

Oct 04, 2023, 15:13 PM IST
1/5

সিকিমে প্রবল বর্ষণ, ধসে ও বাঁভাঙা বানে এখনপর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন গ্যাংটকের বাসিন্দা। বাকী ৪ জন পেকইয়ংয়ের বাসিন্দা। একথা জানানো হয়েছে সিকিম সরকারের তরফে। -তথ্য-পূজা মেহতা  

2/5

মঙ্গন জেলার চুংথাংয়ের বাঁধ ভেঙে গিয়েছে। দুটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে গিয়েছে। পরিস্থিতি মেকাবিলায় এনডিআরএফ, আইটিবিপি, সেনা ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নেমে পড়েঠছে। -তথ্য-পূজা মেহতা

3/5

মঙ্গন ও চুংথান জেলায় এখনও আটকেপড়া সাধারণ মানুষকে উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকজে একটি বড় বাধা হল সিকিমের সঙ্গে যোগাযোগকারী একমাত্র রাস্তা ১০ নম্বর জাতীয় সড়কের বহু জায়গা ভেঙে গিয়েছে। ফলে বহু জায়গায় এখনও যোগযোগ করা যাচ্ছে না। -তথ্য-পূজা মেহতা  

4/5

তিস্তায় তাণ্ডবে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি গজোলডোবা ব্যারেজ সংলগ্ন এলাকায় নিমতলা বস্তিতে অপরিচিত এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তবে রাজগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের অধিকর্তা পঙ্কজ কোনার জানান, ইতিমধ্যে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। -তথ্য-পূজা মেহতা

5/5

তিস্তার ডাউন স্টিমে বসবাসকারী সাধারণ মানুষকে মাইকিং করে, হুইসেল বাজিয়ে সতর্ক করা হচ্ছে।  দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুলগুলিকে ছুটি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক শামা পারভিন।  এদিকে আজ ভোর থেকেই দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়। ভোর ৫ টায় ৩৪৮৪ কিউমেক, সকাল ৭ টায় ৭০২৬ কিউমেক, সকাল ৮ টায় ৫০২৩ কিউমেক, সকাল ৯ টায় ৭৯৫১.৩৮ কিউমেক, সকাল ১০ টায় ৮২৫২.৪০ কিউমেক জল ছাড়া হয়। -তথ্য-পূজা মেহতা