Sikkim Cloud Burst | Teesta Flash Flood: ফুঁসছে রুদ্রমূর্তি তিস্তা, গাজলডোবা ব্যারেজ এলাকায় উদ্ধার ২ দেহ!

Oct 04, 2023, 13:59 PM IST
1/7

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান

Sikkim Cloud Burst Teesta Flash Flood

প্রদ্যুৎ দাস: সিকিমে বিপর্যয়। মেঘ ভাঙা বৃষ্টির জেরে সিকিমে লোনক হ্রদ ফেটে তিস্তায় হড়পা বান! যার জেরে উত্তরবঙ্গে তিস্তায় জারি করা হয়েছে লাল সতর্কতা।  

2/7

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান

Sikkim Cloud Burst Teesta Flash Flood

ইতিমধ্যে জলপাইগুড়ি গাজোলডোবা ব্যারেজ সংলগ্ন এলাকায় নিমতলা বস্তিতে অপরিচিত এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। রাজগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের অধিকর্তা পঙ্কজ কর্নার জানান, ইতিমধ্যে দুটি দেহ উদ্ধার করা হয়েছে।   

3/7

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান

Sikkim Cloud Burst Teesta Flash Flood

তিনি আরও জানান, অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে। তিস্তার ডাউন স্টিমে বসবাসকারী সাধারণ মানুষকে মাইকিং করে, হুইসেল বাজিয়ে সতর্ক করা হচ্ছে।  

4/7

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান

Sikkim Cloud Burst Teesta Flash Flood

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুলগুলিকে ছুটি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক শামা পারভিন।  

5/7

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান

Sikkim Cloud Burst Teesta Flash Flood

অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।     

6/7

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান

Sikkim Cloud Burst Teesta Flash Flood

আজ সকাল ১১ টায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে আরও ৭৮৮৫.৬৪ কিউমেক। যারফলে তিস্তার জলস্তর আরও বৃদ্ধির সম্ভাবনা।    

7/7

সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান

Sikkim Cloud Burst Teesta Flash Flood

এদিন ভোর থেকেই দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়। ভোর ৫ টায় ৩৪৮৪ কিউমেক, সকাল ৭ টায় ৭০২৬ কিউমেক, সকাল ৮ টায় ৫০২৩ কিউমেক, সকাল ৯ টায় ৭৯৫১.৩৮ কিউমেক, সকাল ১০ টায় ৮২৫২.৪০ কিউমেক জল ছাড়া হয়।