‘বিজেপি-মুক্ত ভারত’ সম্ভব: শিবসেনা

Dec 12, 2018, 14:54 PM IST
1/6

s 6

s 6

পাঁচ রাজ্যে নির্বাচনে বিপর্যয়ের পর সোজাসুজি প্রধানমন্ত্রী মোদীকেই বিঁধল এনডিএ জোট সঙ্গী শিবসেনা। দলের মুখপত্র সামনা-য় এনিয়ে আজ বিজেপি ও মোদীকে তুলোধনা করা হয়েছে। জানুন সেই বিস্ফোরক সমালোচনা-

2/6

S 5

S 5

বিজেপির স্বপ্ন ছিল কংগ্রেসমুক্ত ভারত গড়ার। পাঁচ রাজ্যে নির্বাচনের ফল তা একবারে গুঁড়িয়ে দিয়েছে।

3/6

S 4

S 4

বিজেপির চাণক্য মস্তিস্কের প্ররোচনায় ছত্তিসগড়ে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে গিয়ে অজিত যোগীর সুবিধা হয়েছে।

4/6

S 3

S 3

রাজস্থানেও কংগ্রেস ১৪০ পার করে দিতে পারতো কিন্তু তাদের নিজেদের কলহ-ই তা করতে দেয়নি। যা আসন বিজেপি পেয়েছে তাতে তাদের খুব বেশি ভূমিকা নেই।

5/6

S 2

S 2

বিজেপি ভেবেছিল সব নির্বাচনেই তারা জিতে যাবে। এখন পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল সাফ ইঙ্গিত দিচ্ছে বিজেপি-মুক্ত ভারত সম্ভব।

6/6

s 1

s 1

হিন্দি বলয়েই জমি হারিয়েছে বিজেপি। সেখানে কৃষকরা ভুগছেন, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে, বেকারি হুহু করে বাড়ছে আর প্রধানমন্ত্রী মোদী হাইফাই আন্তর্জাতিক বিষয় আউড়ে চলেছেন। এর ফর ফলেছে।