মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

Dec 12, 2018, 12:28 PM IST
1/8

8

মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

অজিত প্রমোদকুমার যোগী। ছত্তিসগড় জনতা কংগ্রেসের নেতা। বিধানসভা ভোটে তিনিই কিংমেকার হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল।

2/8

7

মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

মায়াবতীর বিএসপির সঙ্গে তাঁর জোটের সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন ভোটাররা।

3/8

6

মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

৯০ আসনের ছত্তিসগড় বিধানসভায় দুই তৃতীয়াংশ আসনে জয়ী কংগ্রেস। যোগীর জোট পেয়েছে মাত্র সাতটি আসন।

4/8

5

মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

ছত্তিসগড় রাজ্য গঠনের পর প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন যোগী। তখন ক্ষমতায় ছিল কংগ্রেস।

5/8

4

মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

কংগ্রেস ক্ষমতাচ্যূত হওয়ার পর বিতর্কে জড়ান যোগী। খুনের অভিযোগে গ্রেফতার হন।

6/8

3

মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

২০১৬ সালে তিনি কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। গঠন করেন ছত্তিসগড় জনতা কংগ্রেস।

7/8

2

মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

এই প্রথম নির্বাচনে নেমেছিল তাঁর দল। ভোটের ময়দানে অভিষেকেই তাঁর দল ওই রাজ্যে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হয়েছে।

8/8

1

মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী

তিনি জিতলেও সেই প্রত্যাশাপূরণে ব্যর্থ জনতা কংগ্রেস ছত্তিসগড়ের নেতা অজিত যোগী।