মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

| Oct 08, 2018, 12:18 PM IST
1/8

1

মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

দেবী দূর্গা সিংহবাহনী৷ দেবীর গমনাগমন রবিবার বা সোমবার হলে তাঁর যানবাহন হয় গজ অর্থাত্ হাতি৷

2/8

2

মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

মা দূর্গার গমনাগমন শনিবার বা মঙ্গলবার হলে তিনি চড়েন ঘোটকে অর্থাত্ ঘোড়ায়৷  

3/8

3

মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

বৄহস্পতিবার বা শুক্রবার হলে দেবী দূর্গা দোলায় যাতায়াত করেন৷

4/8

4

মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

বুধবার হলে মা দূর্গার যাতায়াতের যানবাহন হয় নৌকা৷

5/8

5

মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

২০১৮ সালে দূর্গাপুজোয় এবার মহাসপ্তমী পড়েছে ১৬ অক্টোবর, অর্থাৎ ২৯ আশ্বিন, মঙ্গলবারে। শাস্ত্র মতে, সেদিন দেবীর আগমন হচ্ছে 'ঘোটক'-এ। অর্থাৎ এবছর দেবী আসছেন ঘোড়ায়।

6/8

6

 মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

শাস্ত্র মতে, দেবী দূর্গার গমনাগমন 'ঘোটক'-এ হলে চরম বিশৄঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দেয় মর্তে৷ এক কথায় একে বলা হয়ে থাকে "ছত্রভঙ্গন্তরঙ্গমে"৷ শাস্ত্র মতে, দেবীর 'ঘোটক'-এ গমনাগমন করেন মঙ্গলবার ও শনিবার৷ মঙ্গল গ্রহের সেনাপতি, তেজস্বী ও বীরদর্পী৷ আর শনি হল কূট বুদ্ধি সম্পন্ন, প্রায়শই অনিষ্টকারী৷ তাই দেবীর ঘোটকে গমনাগমন হলে এই দুই গ্রহাধিপতির প্রভাব পড়ে মর্তে৷

7/8

7

 মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

এবার দশমী পড়েছে ১৯ অক্টোবর, অর্থাৎ শুক্রবার। শাস্ত্র মতে, এবার মা দূর্গার গমন হচ্ছে দোলায়।

8/8

8

 মা দূর্গার এবার 'ঘোটক'-এ আগমন, 'দোলায়' গমন, শাস্ত্র মতে জানুন এর ফলাফল

শাস্ত্র মতে, "দোলাং মড়কাং ভবেৎ" অর্থাৎ দোলায় গমনের ফল 'মড়ক'। দেবী দুর্গা যদি দোলায় চড়ে গমনাগমন করেন তার ফল মর্ত্যে বহু মৄত্যু ৷ এই বহু মৄত্যু হতে পারে প্রাকৄতিক দুর্যোগের কারণে কিংবা যুদ্ধ হানাহানির কারণে। দূর্গা যদি বৄহস্পতিবার বা শুক্রবার যাতায়াত করেন, তাহলে তাঁর যানবাহন হয় দোলা৷দেবগুরু বৃহস্পতি হলেন বিদ্বান, বুদ্ধিমান এবং চিন্তাশীল৷ ফলে সিদ্ধান্ত নিতে অনেক সময় নেন৷ শাস্ত্র বলে, অতি বিলম্বের ফল ভালো হয় না, নানাবিধ বিঘ্ন এসে উপস্থিত হয়৷ অন্যদিকে শুক্রাচার্য হলেন দৈত্য গুরু৷ তিনিও বিদ্বান ও তেজস্বী৷ কিন্তু, তাঁর সিদ্ধান্ত গ্রহণ এতটাই দ্রুততার সঙ্গে হয় যে প্রায়শই তাঁকে সমস্যায় পড়তে হয় ৷ অতি বিলম্বের সিদ্ধান্ত গ্রহণ যেমন সুফল দেয় না, তেমনই অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণও কুফলের কারণ হয়ে দাঁড়ায়৷ এই দুই গুরুর চারিত্রিক প্রভাবে প্রভাবিত হয় দেবীর গমনাগমন৷ দুর্গার দোলায় যাতায়াতের ফলে মর্ত্যলোকে নষ্ট হয় স্থিরতা, ঘটে বহু মৄত্যু ৷