চার দশকে পৃথিবীর তাপমাত্রা বাড়বে ১.৫ ডিগ্রি, ভয়ঙ্কর তাপপ্রবাহে পুড়বে ভারত

Oct 08, 2018, 10:49 AM IST
1/6

s 6

s 6

ক্রমশ তাপ বাড়ছে এই গ্রহের। কিন্তু কোথায় দাঁড়াবে এই তাপমাত্রা! রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট পড়লে চোখ কপালে উঠবে।

2/6

S 5

S 5

গত সপ্তাহে সিওলে অনুষ্ঠিত হল রাষ্ট্রসংঘের ইন্টার গভরনমেন্টাল প্যানেলের বৈঠক। সেখানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।

3/6

S 4

S 4

ওই রিপোর্টে বলা হয়েছে যদি বর্তমান হারে দুনিয়ার তাপমাত্রা বেড়ে চলে তাহলে ২০৩০-২০৫২ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

4/6

S 3

S 3

রিপোর্টে বলা হয়েছে তাপমাত্রা ১.৫ ডিগ্রি বেড়ে গেলেও তা কোনও রকমে ঠেকানো যাবে। তবে ২ ডিগ্রি বেড়ে গেলে তা মনুষ্য সভ্যতার ক্ষেত্রে বিশাল ঝুকির কারণ হয়ে দাঁড়াবে।

5/6

S 2

S 2

কলকাতার তাপমাত্রা ভয়ঙ্কর আকার নিতে পারে।

6/6

s 1

s 1

তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে ভারত ও পাকিস্তানে। ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগের প্রকোপ বেড়ে যাবে। বাড়বে দারিদ্র।