1/10
স্টিভ জবস, যাঁকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন -এর সাথে ১৯৭৬ খ্রিষ্টাব্দে "অ্যাপল কম্পিউটার" প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা। আজ ফের একবার তাঁরই ছোট মেয়ে ইভ-এর দৌলতে আলোচনায় উঠে এলেন তিনি।
2/10
photos
TRENDING NOW
3/10
4/10
5/10
6/10
ইভ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যেখানে তাঁর মা লরেন পাওয়েল এবং বাবা স্টিভের প্রথম সাক্ষাৎ হয়েছিল। ১৯৮৯ সালে স্টিভ স্ট্যান্ডফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসে বক্তৃতা দিতে গিয়েছিলেন, তখন সেখানকার ছাত্রী ছিলেন লরেন পাওয়েল। প্রসঙ্গত ২২ বছর ইভ ২০২১ সালে সালে স্নাতক হতে চলেছেন, তার আগেই মডেলিং দুনিয়ায় নাম লেখালেন তিনি।
7/10
8/10
9/10
10/10
photos