Anubrata Mondal: কঙ্কালীতলা মন্দিরে মায়ের পুজো দিয়ে কাঁদতে কাঁদতে আবেগি অনুব্রত বললেন...

Anubrata Mondal at Kankalitala: রবিবার বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিতে গেলেন অনুব্রত মণ্ডল। সেখানে অনুব্রতকে দেখে চমকে উঠল সকলে!

| Sep 29, 2024, 15:34 PM IST

প্রসেনজিৎ মালাকার: আজ, রবিবার বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিতে গেলেন অনুব্রত মণ্ডল। সেখানে অনুব্রতকে দেখা গেল খুব আবেগঘন ভাবে কাঁদছেন। কাঁদতে-কাঁদতেই কঙ্কালী মায়ের পুজো দিলেন অনুব্রত মণ্ডল। সেখানে উপস্থিত ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। 

1/6

পুজোর পরে

পুজো দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন, আমি বীরভূম জেলার সমস্ত মন্দিরেই যাব।

2/6

বাকি কাজ

অনুব্রত এদিন আরও বলেন, মুখ্যমন্ত্রী সমস্ত সতীপীঠকে সাজিয়েছেন। এবার কঙ্কালীতলায় বাকি যা কাজ আছে, পুজোর পরে তা করে দেব।

3/6

পরিবারের নামে পুজো

আজ রবিবার কঙ্কালীতলায় এসে অনুব্রত নিজের মেয়ে-স্ত্রী পরিবারের নামে পুজো দেন। 

4/6

মমতার নামে পুজো

তবে শুধু তাই নয়। কঙ্কালীতলায় আজ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দেন!

5/6

ভাবের আবেগে

অনেকেই খেয়াল করেছেন, আজ কঙ্কালীতলায় এসে ভাবে কথা যেন জড়িয়ে যাচ্ছিল অনুব্রত মণ্ডলের। কথা যেন গলায় আটকে যাচ্ছে, কান্না এসে যাচ্ছে। খুবই মর্মস্পর্শী ছবি। 

6/6

হাসিমুখে

প্রসঙ্গত, দু'বছর পর নিজের বাড়ির পুজোর উঠানে পা রেখেই কদিন আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল। সকলের সামনেই বলে দিলেন, তিনি আর তাঁর ব্লাড রিলেশন আছে এমন কারও সঙ্গে সম্পর্ক রাখবেন না! প্রশ্ন উঠেছে, কেন অনুব্রত তাঁর পরিবারে লোকেদের সঙ্গে কোনও সম্পর্ক না রাখার কথা বললেন? তাহলে কি অনুব্রত জেলে থাকাকালীন কন্যা সুকন্যার দিকে তেমন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেননি অনুব্রতের পরিবারের লোক? যাই হোক, আজ তাঁকে মন্দির-চত্বরে মেয়ের সঙ্গে খুবই হাসিখুশি দেখিয়েছে।