Daspur: দাসপুরে আন্ত্রিক আক্রান্ত প্রায় ৫০ জন, এলাকায় মেডিক্যাল টিম

Nov 08, 2021, 20:04 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একই পাড়ায় আন্ত্রিকে আক্রান্ত প্রায় ৫০ জন। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় গিয়েছে মেডিক্যাল টিম। কী কারণে ওই এলাকায় আন্ত্রিক ছড়াচ্ছে, তা নিশ্চিত হতে পানীয় জলের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতর।

2/5

আক্রান্তদের মধ্যে অনেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আন্ত্রিক নিয়ে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার দাসপুর-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ্ত ঘোড়ুই আক্রান্তদের বাড়ি বাড়ি যান। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। 

3/5

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, কালীপুজো থেকে ভাইফোঁটা, টানা উৎসবের মধ্যেই কোনওভাবে খাবারে বিষক্রিয়া হয়েছে। তা থেকেই এমনটা হচ্ছে। আবার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,পাড়ার প্রায় প্রত্যেকেই পানীয় জল হিসেবে সজলধারার জল ব্যবহার করেন। তাই জল থেকেও সমস্যা হলে, হয়ে হতে পারে বলে মনে করা হচ্ছে। 

4/5

সেকারণে সজলধারার জল পরীক্ষার দাবি জানান স্থানীয়রা। ডা. সুদীপ্ত ঘোড়ুই জানিয়েছেন, এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি, চিকিৎসকদের এক বিশেষ টিম আক্রান্তদের শারীরিক অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন। প্রয়োজনে হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করছেন।

5/5

সেইসঙ্গে এলাকায় ব্লিচিং ছড়ানো হচ্ছে। পানীয় জল ফুটিয়ে পান করারও নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জলের উৎসস্থলে হ্যালোজেন ট্যাবলেট দেওয়া হচ্ছে।