Extinction of Penguins: আন্টার্কটিকা থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে পেঙ্গুইন! কেন জানলে লজ্জিত হবেন...
Extinction of Penguins: গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি ও দূষণ আন্টার্কটিকার জীববৈচিত্র্যকেও চরম ঝুঁকিতে ফেলেছে। বরফাচ্ছাদিত এই মহাদেশটির ৬৫ শতাংশ প্রাণীই বিলুপ্তির ঝুঁকিতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি ও দূষণ আন্টার্কটিকার জীববৈচিত্র্যকেও চরম ঝুঁকিতে ফেলেছে। বরফাচ্ছাদিত এই মহাদেশটির ৬৫ শতাংশ প্রাণীই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তালিকায় রয়েছে মহাদেশটির প্রধান আকর্ষণ পেঙ্গুইনও। সম্প্রতি এক প্রখ্যাত মার্কিন সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, একটি বায়োলজি জার্নাল জানিয়েছে-- গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে না আনা গেলে চলতি শতকের শেষের দিকে আন্টার্কটিকার সম্পদ পেঙ্গুইন-সহ মহাদেশটির ৬৫ শতাংশ স্থানীয় প্রজাতিই সম্ভবত বিলুপ্ত হয়ে যাবে!
1/6
আন্টার্কটিকার জীববৈচিত্র্য সংরক্ষণে
2/6
জলবায়ু পরিবর্তনের কবলে আন্টার্কটিকা
photos
TRENDING NOW
3/6
আন্টার্কটিকার জীববৈচিত্র্য
4/6
বিপন্নতার মুখে
তবে সব চেয়ে যেটা দুঃখিত করেছে এই খবরে সেটা হল, আন্টার্কটিকায় 'সবচেয়ে ঝুঁকিতে থাকা' প্রজাতির তালিকাটির একেবারে শীর্ষে পেঙ্গুইন। বিশ্বের এই অপরূপ সামুদ্রিক প্রাণীটি চলতি শতকের মধ্যেই পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পেঙ্গুইনের বংশবৃদ্ধি ৮০ শতাংশ কমে যেতে পারে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
5/6
অপরূপ আন্টার্কটিকা
আন্টার্কটিকায় মানুষের উপস্থিতি দিনে দিনে বাড়ছে। সেখানে বৈজ্ঞানিক গবেষণা বাড়াতে নানা পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে। একটি তথ্য বলছে, ১৯৯০ সালের পরে আন্টার্কটিকায় পর্যটন বেড়েছে ৮ গুণেরও বেশি। অন্য একটি গবেষণায় দেখা গিয়েছে, মানুষের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে আন্টার্কটিকায় বরফ গলে যাওয়া হারও বেড়েছে। বিজ্ঞানীরা সেখানে কার্বন দূষণের প্রমাণ পেয়েছেন। জীবাশ্ম জ্বালানির কালো ধোঁয়া দেখা গিয়েছে। যা আন্টার্কটিকার পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর।
6/6
পরিকাঠামোয় না
photos