'গুড্ডি' ছবির সেটে আলাপ, 'এক নজর' ছবির সময় একে অপরের প্রেমে হারিয়ে যান Amitabh-Jaya

Jun 07, 2021, 18:59 PM IST
1/12

১৯৭৩-এ বিয়ে, ৪৮ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছেন জয়া ও অমিতাভ বচ্চন। একসময় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমিতাভ জয়ার প্রেম ছিল চর্চিত বিষয়। চলুন ফিরে দেখা যাক, তারকা দম্পতির প্রেম কাহিনি।

2/12

অমিতাভ বচ্চন যখন কেরিয়ার শুরু করেন, জয়া ভাদুড়ি (আগের পদবি) ততদিনে প্রতিষ্ঠিত অভিনেত্রী। 

3/12

'সিলসিলা', 'অভিমান', 'মিলি' ,'শোলে'-সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেন অমিতাভ-জয়া।  

4/12

১৯৭১ সালে যখন 'গুড্ডি' মুক্তি পায়, তখন থেকেই অমিতাভে সঙ্গে জয়ার প্রেমের সূত্রপাত। শোনা যায়, ওই ছবির সেট থেকেই জয়ার প্রতি টান অনুভব করতে শুরু করেন বিগ বি। 

5/12

এরপর 'এক নজর' ছবির সেটে জয়ার চোখে হারিয়ে যান অমিতাভ। 

6/12

জানা যায়, 'জঞ্জির' বক্স অফিসে সাফল্য ফেলে তাঁরা লন্ডন বেড়াতে যাবেন বলে স্থির করেন। 'জঞ্জির' বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেলে, পরিকল্পনা অনুযায়ী লন্ডনের টিকিট কেটে ফেলেন অমিতাভ, জয়া।

7/12

জয়া-অমিতাভের লন্ডন ভ্রমণে বাধ সাধেন হরিবংশ রাই বচ্চন। বিগ বি-কে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে না করে কোনওভাবেই একসঙ্গে বিদেশে বেড়াতে যাওয়া যাবে না।

8/12

বাবার কথা অনুয়ায়ী, পরদিন সকালে পরিবার, বন্ধুদের খবর দেওয়া হয়। সেই সঙ্গে ডেকে আনা হয় পুরোহিতকে। রাতে লন্ডনের বিমান থাকায় ওইদিন সকালে একেবাের সাধাসিধেভাবে বসে অমিতাভ-জয়ার বিয়ের আসর।  

9/12

ভারতীয় পোশাক পরে গাড়ি চালিয়ে গিয়ে মালাবার হিলস থেকে তুলে আনেন জয়া বচ্চন (তখন জয়া ভাদুড়ি)-কে। এরপর কয়েক ঘণ্টার মধ্যই তাঁদের বিয়ে হয়ে যায়। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁরা রাতে লন্ডনের বিমান ধরেন।    

10/12

বিয়ের ১ বছর পর ১৯৭৪-এর ১৭ মার্চ মেয়ের মা হন জয়া। নাম রাখেন শ্বেতা। আরও দুবছর পর ১৯৭৬ সালে জন্ম হয় অভিষেকের।

11/12

বিয়ের পর সংসারে মন দিতে অভিনয় জীবন থেকে লম্বা বিরতি নেন জয়া বচ্চন। মন দেন শ্বেতা ও অভিষেককে বড় করার দিকে।

12/12

বর্তমানে অমিতাভ-জয়ার ৩ নাতি-নাতনি নিয়ে সুখের সংসার। অভিষেক-ঐশ্বর্য-র মেয়ে আরাধ্যা। অন্যদিকে শ্বেতা বচ্চন নন্দার দুই ছেলে-মেয়ে অগস্ত্য ও নভ্যা নভেলি নন্দা।