বাবা-মায়ের দেওয়া নাম ত্যাগ করে নতুন নাম নিয়েছিলেন Akshay Kumar, কিন্তু কেন?

Sep 09, 2021, 21:00 PM IST
1/6

জন্মদিনে অক্ষয়

Happy Birthday Akshay Kumar

৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার আরও একবছর বয়স বেড়েছে জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের। ৫৮-য় পা দিয়েছেন রাজীব হরি ওম ভাটিয়া। হ্যাঁ, এটাই আক্কির আসল না, যেটা কিনা তাঁর বাবা-মায়ের দেওয়া।  

2/6

অক্ষয় কুমারের আসল নাম

Akshay Kumar's Real name

কিন্তু কেন বাবা-মায়ের দেওয়া রাজীব হরি ওম ভাটিয়া নাম ছেড়ে অক্ষয় কুমার নামটি বেছে নিয়েছিলেন অভিনেতা?

3/6

অক্ষয়ের প্রথম ছবি

Akshay Kumar's debut film

অনেকেই হয়ত জানেন না, ১৯৮৭-তে মুক্তি পাওয়া মহেশ ভাটের পরিচালনায় 'আজ' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অক্ষয়। ছবিতে মাত্র সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল আক্কিকে।   

4/6

অক্ষয় নামটিই মনে ধরে

Rajiv Hari Om Bhatia likes Akshay name

মহেশ ভাটের 'আজ' ছবিতে অভিনেতা কুমার গৌরবের নাম ছিল অক্ষয়। আর সেই নামটিই বেশ মনে ধরেছিল তাঁর। অক্ষয় বলেন ''ছবিতে আমার কয়েক সেকেন্ডের ভূমিকা ছিল, আর আমি কুমার গৌরবের অভিনয় পর্যবেক্ষণ করতাম।''  

5/6

নাম বদলে ফেলেন রাজীব হরি ওম ভাটিয়া।

Rajiv Hari Om Bhatia change his name

'আজ' ছবিতে কুমার গৌরবের সেই 'অক্ষয়' নামটি রাজীব হরি ওম ভাটিয়ার এতটাই পছন্দ ছিল যে বাস্তবে সেই নামই বেছে নিয়েছিলেন আজকের বলিউড সুপারস্টার।  ব্যাস, রাজীব হরি ওম ভাটিয়া হয়ে উঠলেন অক্ষয়। 

6/6

অক্ষয় বলেন, "আমি জানি না কেন আমি আমার নাম বদল করেছি .... আমি শুধু একদিন বান্দ্রা পূর্ব আদালতে গেলাম, আর নামটা বদলে ফেললাম। এরপর অক্ষয় কুমার নামে ভিজিটিং কার্ড বানিয়ে কাজ খুঁজতে শুরু করলাম''।