দুই কবির দু'রকম স্মরণদিন! Akira Kurosawa এবং Shakti Chattopadhyay

একটি তারিখ। ২৩ মার্চ। দিনটি দুই বিরল মাপের সৃষ্টিশীল মানুষের স্মরণদিন। তবে তা ভিন্ন ভাবে স্মরণযোগ্য।

| Mar 23, 2022, 19:18 PM IST

দুটি সাল, একটি তারিখ। তারিখটি ২৩ মার্চ। ১৯১০ সালের ২৩ মার্চ আকিরা কুরোসাওয়ার জন্ম দিন। আর ১৯৯৫ সালের ২৩ মার্চ শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন। অর্থাৎ, ২৩ মার্চ তারিখটি দুই বিরল মাপের সৃষ্টিশীল মানুষের স্মরণদিন। তবে তা ভিন্ন ভাবে স্মরণযোগ্য। শক্তি হলেন শব্দের কবি, আর আকিরা হলেন পর্দার কবি। 

1/6

শিল্পী

আকিরা কুরোসাওয়া একজন প্রখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সম্পাদক এবং চিত্রনাট্যকার। বিশ শতকের সেরা পরিচালকদের অন্যতম তিনি। 

2/6

ছবির কবি

তাঁর প্রথম চলচ্চিত্র ছিল ১৯৪৩ সালের সানশিরো সুগাতা এবং শেষ চলচ্চিত্র ছিল ১৯৯৩ সালের মাদাদাইয়ো। 

3/6

পুরস্কারে ভূষিত

তিনি একাডেমি সম্মানসূচক পুরস্কার, লেজিওঁ দ্য নর-সহ বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

4/6

জীবনানন্দ-উত্তর

জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়। যিনি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক। 

5/6

যেতে পারি কিন্তু কেন যাবো

১৯৮২ সালে প্রকাশিত তাঁর 'যেতে পারি কিন্তু কেন যাবো' কাব্যগ্রন্থ দারুণ ছাপ ফেলে। ইংরেজি এবং মৈথিলী ভাষায় অনূদিত হয়েছে। ১৯৮৩ সালে এই কাব্যগ্রন্থের জন্যই তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার পান।

6/6

হাংরি

বিশ শতকের শেষ ভাগে তিনি এক আলোচিত কবি ছিলেন। ষাটের দশকে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় শক্তি চট্টোপাধ্যায় তাঁদের অন্যতম।