Aishwarya নয়, 'মিসেস বচ্চন' বলে ডাক, কী করলেন অভিনেত্রী

Mar 05, 2021, 13:53 PM IST
1/5

২০০৭ সালে বিয়ে হয় ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। বিয়ের পর ঐশ্বর্যকে মিসেস বচ্চন বলে ডাকায় ক্ষেপে গেলেন রাই? বিয়ের পর প্রায় ১৪ বছর কেটে যাওয়ার পর মিসেস বচ্চন ডাক নিয়ে কেন প্রতিক্রিয়া জানালেন ঐশ্বর্য?

2/5

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে পুরনো ঘটনার কথা স্মরণ করে স্মৃতিমেদুর হয়ে পড়েন ঐশ্বর্য 

3/5

রাই জানান, বিয়ের পর বোরা বোরায় মধুচন্দ্রিমার জন্য উড়ে যান তাঁরা। বোরা বোরায় যাওয়ার সময় বিমানে উঠলে তাঁকে মিসেস বচ্চন বলে সম্মোধন করা হয়। যা শুনে অবাক হয়ে যান ঐশ্বর্য 

4/5

এরপরই অভিষেক এবং ঐশ্বর্য একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলেন। তিনি বিবাহিত, সেই কারণেই তাঁকে মিসেস বচ্চন বলে ডাকা হচ্ছে বলে হাসি মুখে বিমানকর্মীর দিকে তাকিয়ে থাকেন ঐশ্বর্য 

5/5

বিয়ের ১৪ বছর পরও অভিষেক, ঐশ্বর্য বলিউডের অন্যতম সেরা  জুটি। বর্তমানে আরাধ্যাকে নিয়ে ভরপুর অভিষেক, ঐশ্বর্যর সংসার