Harry Potter: হ্যারি পটারের বলি-ভার্সান! দেখুন ফার্স্ট লুক...

Harry Potter: প্রত্যেক পরিচালকের সিনেমা বানানোর ক্ষেত্রে নিজস্বতা আছে। অনুরাগ কাশ্যপও তার ব্যতিক্রম নন। পরিচালনায় তাঁর বিশেষ ছাপের কারণে ভারতে তিনি বেশ পপুলারও বটে। কিন্তু ভেবে দেখেছেন হ্যারি পটার যদি তিনি পরিচালনা করতেন তাহলে সেই সকল চরিত্রদের ভারতীয় রূপে কেমন দেখাত? 

Apr 21, 2023, 19:52 PM IST
1/9

হ্যারি পটার

শতরূপা কর্মকার: অনুরাগ কাশ্যপের প্রতিটি চরিত্রের মধ্যে একটি 'রাফ অ্যান্ড টাফ' ব্যাপার থাকে। হ্যারিও তার ব্যতিক্রম নয়। বরং বেশ মাফিয়া মাফিয়া লুক।

2/9

রন উইসলি

মাফিয়া বসের বন্ধু বলে কথা! রনকে সহযোগী হিসেবে একটু 'রাফ অ্যান্ড টাফ' তো হতেই হবে।

3/9

হ্যাগরিড

হগওয়ার্টের পাহারাদার নয় বরং মাফিয়া সর্দার হিসেবে এই হ্যাগরিডকে বেশী ভালো মানাবে।

4/9

লর্ড ভল্ডেমর্ট

ভিলেন হিসেবে এই লুকে  লর্ড ভল্ডেমর্টকে দারুণ মানাবে, তাই না? 

5/9

প্রফেসর স্নেপ

অনুরাগের সিনেমায় প্রফেসর স্নেপ অধ্যাপকই হবেন কিনা না জানলেও এই লুক একজন শুভচিন্তক পরামর্শদাতার হতেই পারে।

6/9

সিরিয়াস ব্ল্যাক

চিনতে পারছেন? ইনিই সিরিয়াস ব্ল্যাক।

7/9

হারমায়নি গ্রেন্জার

সহজ সরল গ্রাম্য ভারতীয় মেয়ে হারমায়নি। তবে দৃঢ়চেতা। তাই না?

8/9

বেলাট্রিক্স লেসট্রেঞ্জ

ভিলেনের বান্ধবী হিসেবে ভারতীয় রূপে বেলাট্রিক্সকে দারুণ মানিয়েছে। 

9/9

ডামবেলডোর

এই লুকটি ডামবেলডোরের ভারতীয় লুক হিসেবে একদম পারফেক্ট লাগছে।