Lok Sabha Election 2024: বয়স ১০৩, বাড়ি বসেই ভোট দিলেন পদ্মশ্রী শিল্পী...

Lok Sabha Election 2024: গরমে নাজেহাল, এমনিতেই বয়সের ভারে ক্লান্ত তার উপর গরমে হাঁসফাঁস অবস্থা। বাড়িতেই ভোট দিলেন ১০৩ বছরের পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়।

Apr 09, 2024, 22:38 PM IST
1/6

লোকসভা নির্বাচন ২০২৪

লোকসভা নির্বাচন ২০২৪

প্রদ্যুৎ দাস: গরমে নাজেহাল, এমনিতেই বয়সের ভারে ক্লান্ত তার উপর গরমে হাঁসফাঁস অবস্থা। বাড়িতেই ভোট দিলেন ১০৩ বছরের পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়।  

2/6

লোকসভা নির্বাচন ২০২৪

লোকসভা নির্বাচন ২০২৪

আগামী ১৯ এপ্রিল রাজ্যের প্রথম দফায় নির্বাচন। নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। আর তার আগে ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে। 

3/6

লোকসভা নির্বাচন ২০২৪

লোকসভা নির্বাচন ২০২৪

ময়নাগুড়িতে কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই ভোট গ্রহণ করা হচ্ছে। জানা গিয়েছে এই ধরনের ভোট ব্লকে ৮০৫ জন রয়েছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ভোট গ্রহণ করা হবে।

4/6

পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়

পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়

মঙ্গলবার, বাড়িতেই ভোট দিলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। এদিন নিজের বাড়ি ধওলাগুড়িতেই ভোট দেন তিনি। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, রাজ্য পুলিস, পোলিং অফিসার, সেক্টর অফিসার উপস্থিত ছিলেন। 

5/6

পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়

পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়

পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া ক্যামেরা বন্দি করে রাখা হয়। এদিন নিজের বাড়িতে ভোট দিতে পেরে খুশি পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়। 

6/6

পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়

পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়

তিনি বলেন,  'বাড়ি থেকে আমার বুথের ভোট গ্রহণ কেন্দ্র বেশি দূরে নয়। কিন্তু বাড়িতে এসে ভোট নিয়ে যাওয়ায় আমার অনেকটা সুবিধা হল। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া খুবই মুশকিল। বয়স্ক মানুষদের ভীষণ উপকার হল।'