Expired Medicine: সাবধান! ভুল করে এক্সপায়র্ড ওষুধ খেয়ে ফেলেননি তো, তাহলেই বিপদ...
Expired Medicine: বাড়িতে দীর্ঘদিন ধরে পড়ে আছে ওষুধ। সেই ওষুধগুলি পরে থাকতে থাকতে তার মেয়াদ শেষ হয়ে যায়। আমরা সেটা না দেখেই খেয়ে ফেলি। ভুলবশত যদি মেয়াদ শেষ হওয়ার পরও ওষুধ খেয়ে ফেলেন, তাহলে মহাবিপদ।
1/6
এক্সপায়র্ড ওষুধ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিটি ওষুধের একটি মেয়াদ রয়েছে। সেই মেয়াদ পেরিয়ে গেলেই ওষুধটি এক্সপায়র্ড বলে ধরে নেওয়া হয়। সবার বাড়িতেই প্যারাসিটামল জাতীয় ওষুধ থেকে থাকে। সেই ওষুধগুলি পরে থাকতে থাকতে তার মেয়াদ শেষ হয়ে যায়। আমরা সেটা না দেখেই খেয়ে ফেলি। ভুলবশত যদি মেয়াদ শেষ হওয়ার পরও ওষুধ খেয়ে ফেলেন, তাহলে মহাবিপদ।
2/6
এক্সপায়র্ড ওষুধ
নাইট্রোগ্লিসারিন, ইনসুলিন এবং তরল অ্যান্টিবায়োটিকের মতো কিছু বাদ দিলে, বেশিরভাগ ওষুধই দীর্ঘস্থায়ী হয়। রেফ্রিজারেটরের মতো ঠান্ডা জায়গায় ওষুধ রাখলে ওষুধ অনেক বছর ধরে শক্তিশালী থাকতে পারে। জানা গিয়েছে, এই ড্রাগ -স্থিতিশীলতা পরীক্ষাগুলি ১৯৮০-এর দশকের মাঝামাঝি এবং ১৯৯০-এর দশকের শুরুতে পরিচালিত হয়েছিল। তারপর থেকে, তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে নতুন ওষুধগুলি পরীক্ষা করা হয়নি।
photos
TRENDING NOW
3/6
ঝুঁকি
4/6
ঝুঁকি
5/6
ঝুঁকি
6/6
ওষুধ সংরক্ষণ
photos