বাবার বিচ্ছেদ হলেও প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির কন্যা ইরা, নেটিজেনদের ট্রোলের মুখে

Jul 09, 2021, 23:25 PM IST
1/14

নিজস্ব প্রতিবেদন: বলিউডে এখনও পা রাখেননি আমির (Aamir Khan) কন্য়া ইরা (Ira khan)। কিন্তু বি টাউনে পা না রাখলেও নেটিজেনদের মধ্যে যে তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, তা বেশ স্পষ্ট। শোনা যাচ্ছে, ভবিষ্যতে পরিচালনার কাজে আসতে পারেন।  

2/14

বর্তমানে একের পর এক ফটোশ্যুট করতে শুরু করেছেন ইরা খান। একেবারে অন্যরকম লুকে ফটোশ্যুট করেন আমির-কন্যা।  আমির-কন্যার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এদিকে মেয়ে ইরা যখন ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, সেই সময় চণ্ডীগড়ে লালসিং চাড্ডার শ্যুটিং শুরু করেছেন আমির খান।

3/14

বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, কার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ইরা? ইরা নিজেই তা প্রকাশ্যে এনেছেন। 

4/14

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল, নূপুর শিখারের প্রেমে মজে ইরা। নিজেই তাতে শিলমোহর দিলেন ইরা।

5/14

আগে থেকেই কানাঘুষো শোনা যেত, চুপিচুপি প্রেম করলেও প্রকাশ্যে কিছু বলেননি তিনি। এই বছর ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক আগে প্রকাশ্য়ে আনেন মনের মানুষকে।

6/14

কথায় আছে 'গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মত ছড়িয়ে পড়ে'। তিনিও ঠিক আলোর মতোই উজ্জ্বল হয়ে রয়েছেন তাঁর লভ অফ লাইফের সঙ্গে।

7/14

সোশ্যাল মিডিয়া জুড়ে 'বয়ফ্রেন্ড'-এর সঙ্গে রোমান্টিক ছবিতে সোশ্যাল মিডিয়ার পাতা ভরিয়ে দিয়েছেন তিনি। 

8/14

কখনও একান্তে রেস্তোঁরায়, কখনও স্যুইমিং পুলে তাঁদের PDA দেখে মুগ্ধ নেটিজেনরা।

9/14

বেশীরভাগ সময়ই সোশ্যাল মিডিয়ায় কালার কো-অর্ডিনেটেড পোশাকে ধরা দেন এই লভ বার্ড।

10/14

লভ লাইফে মজে থাকলেও বুদ্ধিদীপ্ত আমির কন্যা। বিভিন্ন সামাজিক ইস্যুতেও সরব হন বারবার। 

11/14

সম্প্রতি আমির-কিরণের বিবাহ বিচ্ছেদের পর তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে শপিংয়ে গেলে পাপ্পারাৎজিদের ক্য়ামেরাবন্দি হন তিনি। তাঁকে ট্রোলও করা হয়।

12/14

প্রেমে মজে থাকতে বেশ পছন্দ করেন আমির কন্যা, আর তাঁকে দেখে বন্ধুদেরও মন-খুশ। 

13/14

বলিউডের প্রথম সারির ফিটনেস ট্রেনার নূপুর শিখার। শোনা গিয়েছে লকডাউনের সময় ইরাকে প্রশিক্ষণ দিতে গিয়েই তাঁদের একে অপরকে ভাল লাগে। মাঝে মহাবালেশ্বের ফার্ম হাউসে ছুটি কাটাতে দেখা গিয়েছিল দু’জনকে।  

14/14

বাবার বিচ্ছেদের পর ট্রোলের মুখে পড়লেও তোয়াক্কা করেন নি তা, প্রেমে মজে ভাল থাকুন নূপুর-ইরা, তাঁদের দেখে মন ভরাক যুগলেরা।