Baba Vanga Predictions | End of the World: এবার শেষ হয়ে যাবে মানবসভ্যতা! এই বছরেই জেনে নিন, বাবা ভাঙ্গা কী বলেছেন মানুষের ধ্বংস নিয়ে...
Baba Vanga End of the World Predictions: ২০২৫ সাল নিয়ে যা যা বলেছেন তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল, ভয় ও আগ্রহ। তবে সম্প্রতি বাবা ভাঙ্গার অন্য এক পূর্বাভাস নিয়ে উত্তাল পৃথিবী। সেটা হল, কবে ধ্বংস হবে মানবসভ্যতা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা ও নসট্রাদামুস দুজনেই তাঁদের প্রায় নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য বহুল পরিচিত। তাঁরা যখন যা ঘটবে বলে গিয়েছেন, মোটামুটি তখন তেমনই ঘটেছে। প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, রোগ-মহামারি-- প্রায় সব কথাই মিলে গিয়েছে। হালে, ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গা ও নসট্রাদামুসের ভবিষ্যদ্বাণীও প্রায় অক্ষরে-অক্ষরে ফলেছিল! তাই ২০২৫ সাল নিয়ে তাঁরা যা যা বলে গিয়েছেন তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল, ভয় ও আগ্রহ। তবে সম্প্রতি বাবা ভাঙ্গার একটি প্রেডিকশন নিয়ে উত্তাল পৃথিবী। সেটা হল, কবে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা সেই তারিখটি বলে গিয়েছেন তিনি।