Afghanistan: ধর্মীয় নেতা হিসেবেই পরিচিত আখুন্দ, ৬ পয়েন্টে জেনে নিন আফগান প্রধানমন্ত্রী সম্পর্কে

Sep 07, 2021, 23:31 PM IST
1/6

মোল্লা হাসান আখুন্দকে মাথা করে ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান-এ শপথ নিচ্ছে তালিবান সরকার। মঙ্গলবার সরকারের একঝাঁক মন্ত্রীর নাম ঘোষণা করল তালিবান। কিন্তু কে এই আখুন্দ?

2/6

রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় নাম থাকলেও এতদিন খুব বেশি প্রকাশ্যে আসেননি আখুন্দ।  তবে টানা ২০ বছর তালিব লিডার কাউন্সিলের নেতা ছিলেন।

3/6

২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে হামলা চালানোর আগে তালিবান সরকারের মন্ত্রী ছিলেন আখুন্দ। 

4/6

দলে গেরিলা নেতার থেকে ধর্মীয় নেতা হিসেবেই বেশি পরিচিতি রয়েছে আখুন্দের।

5/6

যে কান্দাহার তালিবানের জন্ম দিয়েছিল সেখানকার বাসিন্দা আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী। তালিবানের সশস্ত্র লড়াইয়ের মাথা এই আখুন্দ।

6/6

মনে করা হয়ে ২০০১ সালে আখুন্দই বামিয়ানে বুদ্ধ মূর্তি ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন।