করোনার তৃতীয় ঢেউ নিয়ে নাগপুরকেও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পদনেকর। রাজ্যে সমানেই উত্সবের মরশুম। এই সময়ে রাজ্যের মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন মুম্বইয়ের মেয়র।
4/6
গত বছর উত্সবের সময়ের মধ্যেই মহারাষ্ট্রে করোনার প্রথম ঢেউ দেখা গিয়েছিল। ফলে এবারও উত্সবকে নিয়ে আশঙ্কায় রয়েছে মহারাষ্ট্র সরকার।
5/6
সেপ্টেম্বেরর দ্বিতীয় সপ্তাহেই রয়েছে মহরাষ্ট্রের সবচেয়ে বড় উত্সব গণেশ পুজো। ফলে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। এই একমাস অন্তত সাবধানে থাকলে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে বলে মনে করছে প্রশাসন।
6/6
রাজ্যের উত্সব নিয়ে মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্প্রতি বলেন, 'মানুষের স্বাস্থ্য সবচেয়ে বড় বিষয়। উত্সব ভবিষ্যতেও পালন করা যাবে। রাজ্যে এরপরও যদি করোনা রোগীর সংখ্যা বাড়ে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে মানুষকে সতর্ক থাকতে হবে। এছাড়া আর কোনও উপায় নেই।'