Afghanistan: ISI প্রধানের উপস্থিতিতেই উঠলো "death to Pakistan" স্লোগান, কাবুলের রাস্তার দখল নিলেন মহিলারা

Sep 08, 2021, 13:22 PM IST
1/7

বন্দুকের নলের মুখে

in front of the barrel of a gun

আফগান মহিলা প্রতিবাদীর দিকে বন্দুক তাক করে রেখেছে তালিবান। শূন্যে গুলি চালিয়ে মিছিলকে ছত্রভঙ্গ করে তারা।

2/7

অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই

fight for rights

২০ বছর ধরে তৈরী হওয়া নারী অধিকারকে সহজে হারিয়ে যেতে দিতে নারাজ আফগান মহিলারা। শয়ে শয়ে মহিলা, রাস্তায় নেমেছেন নারীঅধিকার সুরক্ষার দাবিতে। 

3/7

পাকিস্তানের হস্তক্ষেপ আসলে অনধিকার চর্চা

Pakistan's involvement is unwanted

পাক বিরোধী এই মিছিলে  শোনা যায় "death to Pakistan" এবং "death to ISI" স্লোগান। এছাড়াও এই মিছিলেই ওঠে স্লোগান "আজাদি আজাদি"।

4/7

দেশ জুড়ে প্রতিরোধ

the protest has spread in other parts also

এই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পরে আফগানিস্তানের বলখ প্রদেশেও। 

5/7

মিছিলের অভিমুখ সেরেনা হোটেল

rally was moving towards serena hotel

এই প্রতিবাদের কিছুদিন আগেই আফগানিস্তানে আসেন ISI-এর প্রধান। পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ। তালিবানকে পঞ্জশির দখলে সাহায্য করছে তারা।

6/7

পঞ্জশির ডাক দিচ্ছে লড়াইয়ের

NRF called for nationwide protest

সোমবারই National Resistance Front-এর নেতা আহমেদ মাসুদ সারা দেশ জুড়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন। সকল আফগান নাগরিককে যেভাবে সম্ভব এই লড়াইয়ে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

7/7

তালিবান বদলায়নি

Taliban hasn't changed

প্রতিবাদীদের উপর গুলি চালানোর ঘটনা থেকে এটা প্রমাণিত তালিবান নিজেদেরকে যতই বদলে যাওয়া প্রমানের চেষ্টা করুক, ২০০১ এর তালিবানের সাথে ২০২১ এর তালিবানের কোনো পার্থক্য নেই।