Sunny Leone:কেঁচো খুঁড়তে কেউটে! সানি লিওনির অ্যাকাউন্টে মাসে ঢুকছে সরকারি ভাতার ১০০০ টাকা!
Dec 23, 2024, 16:37 PM IST
1/5
ছত্তীসগড়ে বিবাহিত মহিলাদের জন্য ভাতা প্রকল্পের দুর্নীতি তদন্তে করতে গিয়ে বেরিয়ে এল মারাত্মক তথ্য। সরকারি নথি যাচাই করতে গিয়ে দেখা গেল সরকারি ভাতা পাচ্ছে পর্নস্টার সানি লিওনি। এর ফলে প্রতি মাসে তার অ্যাকাউন্টে ঢুকছে ১০০০ টাকা।
2/5
রাজ্যের বিজেপি সরকারের মাহাতারি বন্দন যোজনা-র অধীনে বিবাহিত মহিলাদের দেওয়া হচ্ছে মাসে ১০০০ টাকা। তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে মাসে মাসে ওই টাকা ঢুকছে সানি লিওনি নামে এক মহিলার অ্যাকাউন্টে।
photos
TRENDING NOW
3/5
তদন্তে উঠে এসেছে সানি নিওনির নামে ওই অ্যাকাউন্ট খুলেছিলেন বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তি। তার নামে পুলিসে অভিযোগ করা হয়েছে। যে সরকারি কর্মী ওই যোজনার সার্ভে করেছিলেন তাকেও অভিযুক্ত করা হয়েছে।
4/5
ছত্তীসগড় পুলিস সূত্রে খবর, ওই জালিয়াতি হয়েছে রাজ্যের তালুর গ্রাম। ওই ঘটনা সামনে আসতেই জেলা শাসক হরিশ এস দুর্নীতির বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
5/5
এনিয়ে এবার সুর চড়িয়েছে কংগ্রেস। দলের রাজ্য সভাপতি দীপক বিজি বলেন, মাহাতারি বন্দন যোজনা-র অর্ধেক বেনিফিসিয়ারিই ভুয়ো। পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরুণ সাউ। তিনি বলেন, রাজ্যের মহিলারা ভাতা পেয়ে এখন বিজেপির দিকে ঝুঁকছেন। তাতেই গাত্রদাহ হচ্ছে কংগ্রেসের।