Taliban: বোরখা নয়, রঙিন পোশাকে প্রতিবাদী আফগান নারীরা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রঙিন পোশাকের ছবি

Sep 13, 2021, 18:24 PM IST

তালিবানি ফতোয়ায় মুছে যেতে বসেছে আফগান মহিলাদের জীবনের রঙ। তারই প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল আফগান মহিলাদের রঙিন পোশাকের ছবি, সঙ্গে তালিবানের প্রতি বার্তা #DoNotTouchMyClothes। প্রতিদিন খর্ব হতে থাকা অধিকার আবার জিতে নেওয়ার লড়িয়ে শামিল হয়েছেন বহু আফগান মহিলা।

1/6

আফগান সংস্কৃতি

Afghan Culture

এটাই আমাদের সংস্কৃতি। অন্য কোনো পোশাক আফগান সংস্কৃতিকে চিত্রিত করেনা।   

2/6

মুছতে দেবোনা আফগান নারীর অধিকার

Won't let the taliban erase afghan women rights

যারা আমাদের মুছে দিতে চায়, আমরা আমাদের সংস্কৃতিকে তাদের উপযোগী হতে দেব না।

3/6

জীবনের বহু রঙ

colourful life

আমার জীবনের রঙ কেড়ে নিতে পারবেনা কেউ। বোরখা নয় রঙিন পোশাক আমার অধিকার।

4/6

আমার পোশাক আমার অধিকার

my cloths may choice

আমার ঐতিহ্যবাহী আফগান পোশাক আমার গর্ব। রঙিন পোশাক আমার অধিকার।

5/6

তালিবানি ফতোয়া রুখে রঙিন নেটদুনিয়া

Afghan women post colourful photo

তালিবান ফতোয়া নয়। আমার ঐতিহ্যের অন্যতম পরিচয় আমার পোশাকের স্বাধীনতা।

6/6

অধিকার জিতে নেওয়ার লড়াই

a fight to get back my rights

তালিবান কেড়েছে পোশাক। তবুও চলবে লড়াই