প্রাপ্ত বয়স্কদের শরীর স্বাস্থ্য ভাল রাখতে নিয়মিত গাঁজা খাওয়া উচিত, বলেছন গবেষকরা

Oct 08, 2020, 17:43 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: প্রাপ্ত বয়স্করা ব্যথা, ঘুমের ব্যাঘাত এবং উদ্বেগ এবং হতাশার মতো মানসিক রোগের হাত থেকে বাঁচতে নিয়মিত গাঁজা খাওয়ার পরামর্শ দিচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

2/6

সাধারণ স্বাস্থ্যের উন্নতির জন্য চিকিত্সার জন্য প্রাথমিকভাবে গাঁজা ব্যবহার করা হয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের (ইউসি) সান দিয়েগো স্কুল অফ মেডিসিনের গবেষকরা। 

3/6

গবেষকরা আমেরিকান জার্নালে অনলাইনে প্রকাশ করেছে। 

4/6

বহু বিশেষজ্ঞের কাছে মারিজুয়ানা বা গাঁজা একধরনের ওষুধ। অনেক দেশে চিকিত্‍সার কাজে গাঁজার ব্যবহার চলছে।

5/6

গাঁজা সেবনের বিষয়টি নিয়ে অনেকেরই সঠিক জ্ঞানের অভাব রয়েছে। আর এ কারণে ক্ষতিকর এ নেশাতে অনেকেই আচ্ছন্ন হয়ে পড়েন।

6/6

গাঁজা খেলে খুব খিদে পায় এটা সকলেরই কমবেশি জানা, কিন্তু কেন এমনটা হয় সে কথা কি জানা রয়েছে কি! কারণটা হলো, গাঁজা খেলে শরীরের সব হরমোন গুলি সতেজ হয়ে ওঠে এবং হজম ক্ষমতা দু গুণ বৃদ্ধি পায় ফলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং খিদে পায়।গাঁজা খেলে যৌন ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পায়।