পুজো শেষ, বিজয়া দশমীতে সিঁদুর খেললেন স্বস্তিকা, সঙ্গে ছিলেন মেয়ে অন্বেষা

Oct 26, 2020, 20:54 PM IST
1/10

করোনা আবহে এবার পুজোটা একেবারেই অন্যরকম। এবার পুজোটা ঠিক কীভাবে হবে, পুজো শুরুর আগে তা নিয়ে সংশয়ে ছিলেন প্রায় সব বাঙালিই। তবে প্রত্যেকবারের মত হৈচৈ করে নয়,  এবার পুজোটা সতর্কতা মেনেই উদযাপন করলেন বাঙালিরা।     ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

2/10

পুজো শেষ, সোমবার বিজয়া দশমীতে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেল আম বাঙালি থেকে তারকাদের। দশমীতে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে ভুললেন না অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।     ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

3/10

পুজো শেষে বিজয়া দশমীতে সিঁদুরও খেললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে অন্বেষা।       ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

4/10

দশমীতে বিসর্জনের আগে উমাকে বরণ করতেও দেখা গেল স্বস্তিকা মুখোপাধ্যায়কে।     ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

5/10

বিজয়া দশমীতে একমাত্র মেয়ে অন্বেষার সঙ্গে স্বস্তিকা।     ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

6/10

বিজয়া দশমীতে সিঁদুর খেলার বিভিন্ন ছবি পোস্ট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।      ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

7/10

ছবি পোস্ট করার সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ''একটা সময় মনে হচ্ছিল পুজোটা বোধ হয় হবেই না। তারপর হুশ করে চারটে দিন এল, চলেও গেল। আসা যাওয়ার এই স্রোতে কিছু ভাল কিছু খারাপ, সব মিলেমিশে এক হয়ে গেল। মাঝে পড়ে থাকলো অনেকগুলো স্মৃতি। যেগুলো সামনের বছর পর্যন্ত তোলা থাকবে মনের খাতায়, পাতায় পাতায়।''   ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

8/10

কবিতার ছন্দে স্বস্তিকা আরও লিখেছেন, ''এবারটা কেমন যেন ভয়ে ভয়ে / সাবধানে দূরে দূরে ঘুরে ফিরে/ নেই যে তার মানে / সবাই বললো ভীড় ‘করোনা’/ ধরবে এসে রোগে/  মাঝখানেতে আনন্দটাই গেল মায়ের ভোগে/ নো প্রবলেম, পরের বার ফিরসে জমবে মেলা/ ঠাকুর দেখা ‘কাছ’থেকে  হবে সিঁদুর খেলা/ মা... আসছে বছর আবার এসো/ আবার ভালবেসো..''   ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

9/10

বিজয়া দশমীতে সকলকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।   ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম

10/10

বিজয়া দশমীতে মেয়ে অন্বেষা ও অন্যান্যদের সঙ্গে স্বস্তিকা।   ছবি-স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম