হোম কোয়ারেন্টাইনে মেয়ের সঙ্গেই কাটছে বলিউড অভিনেত্রী কল্কির

Apr 05, 2020, 22:37 PM IST
1/6

হোম কোয়ারেন্টাইনে মেয়ের সঙ্গেই কাটছে বলিউড অভিনেত্রী কল্কি কেঁকলার। রবিবার মেয়েকে কোলে নিয়েই একটি ছবি পোস্ট করেছেন কল্কি।

2/6

তবে কল্কি অবশ্য মাধে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি পোস্ট করে থাকেন। বাবা গাই হার্সবার্গের সঙ্গে কল্কির মেয়ে।

3/6

গত ফেব্রুয়ারি মাসে মা হন বলিউড অভিনেত্রী কল্কি কেঁকলা। 

4/6

পরিচালক অনুরাগ কশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে প্রেমিক গাই হার্সবার্গের সঙ্গে থাকেন কল্কি। গাই হলেন একজন ইজরায়েল পিয়ানো বাদক।

5/6

 মাতৃত্বকালীন সময় কল্কিকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানানরকম মোটিভেশনাল পোস্ট করতে দেখা গিয়েছে। তবে মাতৃত্বকালীন সময়ে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগেছেন বলে জানিয়েছিলেন কল্পি। তবে তাঁর সন্তানসম্ভবা হয়ে পড়ার বিষয়টা এক্কেবারেই পরিকল্পনা করে হয়নি বলেই জানিয়েছিলেন কল্কি।

6/6

অভিনেত্রীর কথায়,  'আমি আর গাই হয়ত আরও এক কিংবা দুবছর পর বাবা-মা হতে চাইতাম। তবে সন্তানসম্ভবা হয়ে পড়ার পর আমরা এই সন্তানকে পৃথিবীতে আনতেই চেয়েছিলাম।' তবে মা হওয়ার ৫ মাস কাউকে বিষয়টি তিনি বুঝতে দিতে চাননি বলেই জানিয়েছিলেন কল্কি।