Bangladesh: 'বাংলাদেশের বর্বরদের যোগ্য জবাব দেওয়াটা নস্যি! ৪৫ লক্ষ মুর্শিদাবাদবাসীই ওদের জন্য যথেষ্ট'! কে বললেন?
People of Malda Murshidabad on Bangladesh: চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়ার হুংকার দেওয়া হয়েছিল সেই মিছিল থেকে। দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। এবার পাল্টা পশ্চিমবঙ্গের। কী বলল তারা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক'দিন আগেই ঘটেছিল ঘটনাটি। বাংলাদেশে ভারত-বিরোধিতার সুরের মধ্যেই শোনা গিয়েছিল চরম হুমকি। কলকাতা দখলের ডাক উঠেছিল ঢাকার এক মিছিল থেকে। শুধু ডাক নয়, চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়ার হুংকার দেওয়া হয়েছিল সেই মিছিল থেকে। দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। ঢাকার রাওয়া কমপ্লেক্সের নীচে একটি সমাবেশ করেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা। সেই মিছিল থেকেই ওই অদ্ভূত মন্তব্য করা হয়।
1/6
পাগলের প্রলাপ?
2/6
আমেরিকা দখলও
ঠিক কী বলেছিলেন প্রাক্তন ওই সেনাকর্তা? মিছিল থেকে ওই সেনাকর্তা বলেছিলেন, ৪ দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের সামরিকবাহিনী ছাত্র-জনতার সঙ্গে আছে। আমাদের ৫ হাজার সদস্যের অর্ধেকই নবীন। এঁদের মধ্যে আড়াই হাজারই যুদ্ধের ময়দানে যেতে পারেন। সঙ্গে ৩০ লাখ ছাত্র-জনতা যদি যোগ দেয়, তা হলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না।
photos
TRENDING NOW
3/6
ভারতবিদ্বেষ ছাড়া উপায় নেই
4/6
৩৭ বনাম ৫
বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার ওই মন্তব্য নিয়ে প্রাক্তন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল তখনই বলেছিলেন, আশ্চর্য লাগছে, একজন সিনিয়র অফিসার এতটা কাঁচা কথা বললেন কী করে! বাংলাদেশের আর্মড ফোর্সের কত ক্ষমতা রয়েছে, হিসেব নিলেই তা বোঝা যাবে। ভারতের যে সামরিক শক্তি রয়েছে, তা দুনিয়ার ৫ নম্বর। বাংলাদেশ হয়তো ৩৭ নম্বরে। আমরা কী করতে পারি, তা বাংলাদেশ ভালো করেই বোঝে।
5/6
১৫ মিনিটের জন্য
6/6
৪৫ লক্ষ মুর্শিদাবাদবাসীই
ওদিকে একই সুর মুর্শিদাবাদেও। বুধবারই মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বাংলাদেশ নিয়ে কড়া মন্তব্য করেন। তিনি বলেন, 'বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনে মাঠে নেমে যোগ্য জবাব দেব। বাংলাদেশের মোকাবিলা করা আমাদের কাছে নস্যিস্বরূপ। বাংলাদেশে বর্বরের মতো আচরণ যাঁরা করছেন, তাঁদের আমরা, ৪৫ লক্ষ মুর্শিদাবাদবাসী যোগ্য জবাব দেব।'
photos