২৬ বছর বয়সে মন্ত্রী, বঙ্গ রাজনীতির বর্ণময় চরিত্র Subrata Mukherjee
Nov 04, 2021, 23:47 PM IST
1/8
নিজস্ব প্রতিবেদন: দীপাবলির রাতেই নামল আঁধার। সত্তর দশকে প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে জুটি বেঁধে বাংলার ছাত্র রাজনীতিকে পৌঁছে দিয়েছিলেন নতুন উচ্চতায়। প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
2/8
১৯৪৬ সালের ১৪ জুন বজবজে জন্ম সুব্রত মুখোপাধ্য়ায়ের। কলেজের পড়ার সময়ে চলে এসেছিলেন কলকাতায়।
photos
TRENDING NOW
3/8
তখন তিনি শিয়ালদহের বঙ্গবাসী কলেজের ছাত্র। কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন সুব্রত। রাজনীতিতে সেই হাতেখড়ি।
4/8
আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছাত্র রাজনীতির সূত্রেই ঘনিষ্ঠতা প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে। সত্তরের দশকে প্রিয়-সুব্রত জুটি হয়ে উঠেছিল বাংলার ছাত্র রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম।
5/8
বঙ্গ রাজনীতিতে ‘প্রিয়দার ডানহাত’ হয়ে ওঠেন সুব্রত মুখোপাধ্য়ায়। আবার খোদ ইন্দিরা গান্ধীরও প্রিয়পাত্র ছিলেন তিনি।
6/8
সালটা ১৯৭১। মাত্র ২৬ বছর বয়েসে বালিগঞ্জ থেকে প্রথমবার ভোটে দাঁড়ান সুব্রত এবং জেতেন।
7/8
১৯৭২ সালেও ফের বালিগঞ্জ থেকে জিতে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভার সদস্য হন সুব্রত। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। বাংলার রাজনীতিতে সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার সেই রেকর্ড এখনও তাঁর দখলেই।
8/8
২০০০ সালে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২০১১ সাল থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যের মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল ক্ষমতায় আসার আগে কলকাতা পুরসভার মেয়রের দায়িত্বও সামলেছেন তিনি।